মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৩

শাহবাগের জয় হল , সাকা রাজাকারের ফাসি হল

আজকে রাজাকার সাকার রায় দিবে , এই খবর শোনার পর গতকাল থেকে চরম অস্থিরতার মধ্যে ছিলাম। কি হবে , কি হতে যাচ্ছে , ফাঁসি হবে ত -এরকম নানা প্রশ্ন স্বাভাবিক ভাবেই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল । কিছুদিন আগে আঘাত , শরীর এখনও সম্পূর্ণ সুস্থ না - কাজেই শাহবাগ যাব এই আবদার মা এক কথায় উড়ায় দিল যে এখন আমারে ঘর থেকে বের হতে দেবে না । কি আর করা !!!! সারা রাত ঠিক মত ঘুম হয়নি , একবার গল্পের বই পড়ার চেষ্টা করি , একবার ব্লগ দিয়ে ইন্টারনেট চালানোর চেষ্টা করি , অবশেষে ভোরে ফজরের আজানের পর ঘুমাতে পারলাম , কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে গেল । শরীর ভাল লাগছে না , চোখের একটু উপরে অপারেশনের সেলাই ,ঠিকমতো চোখ খোলাও যাচ্ছে না, ল্যাপটপের দিকে তাকানো আরও ঝামেলা - কিন্তু সাকার রায় বলে কথা!!! সকাল নয়টা থেকে ফেসবুকে বসে আছে এই রায়ের খবর শোনার জন্য । মা বারবার এসে বলছেন এই বস্তুটা মানে ল্যাপটপ টা রাখতে , কিন্তু রায় না শুনে আমি রাখি কিভাবে ? এর উপর সকাল থেকে বাসায় কারেন্ট নাই , টেলিভিশনে যে দেখব রায় তারও উপায় নেই -কাজেই অনলাইন ই ভরসা । মুহূর্তে মুহূর্তে এক একটা অভিযোগ প্রমানের খবর আসছে আর নিজের অজান্তে হাত মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই কুলাঙ্গারের ফাসির রায় না হইলে কিভাবে হবে ? আবার মনে হচ্ছে , রায়টা উল্টা দিক থেকে পড়লে হয়না ?এত দাঁড়ি -কমা কি আমরা শুনতে চেয়েছি ? খালি "ফাসি " এই শব্দটা বললেই তো হয় । আবার ভয় লাগছিল এই ভেবে যে , গোলাম আজমের রায়ের দিন এইসব কথা মনে হচ্ছিল , আজকে আবার এইসব কথা কেন মনে হচ্ছে ? না না , আমি কুসংস্কারে বিশ্বাস করিনা , তবু ও আসলেই সত্যি কথা হল -খুব ভয় লাগছিল এই রায়টা নিয়ে -যদি ফাসি না হয় ! যদি বয়স বিবেচনার মত সাংসদ বিবেচনা বা এই ধরনের কিছু আবার চলে আসে ? সব প্রমানিত হচ্ছে , কিন্তু তারপর ও -যদি না হয় ! আমার টেনশন দেখে মা বলছিলেন , রায়টা তো সাকার , ফাসি হইলে হবে সাকার , টেনশন তো সাকা করবে -তোরা সবাই এত বেশি টেনশন করতেছিস কেন ? ফলাফল তো সাকার!!! মা কে বললাম , সাকার কৃতকর্মের ফলাফল ঠিক আছে  কিন্তু এটা আমাদের আন্দোলনের ও ফলাফল । সাকার ফাসির রায় হওয়া মানে আমাদের আন্দলনের বিজয় হওয়া আর সেই বিজয় দেখার জন্যই আমাদের এত অপেক্ষা , এত টেনশন। আমার ফেসবুকের হোমপেজ কিছুক্ষন দেখেই আম্মুর মাথা ব্যাথা শুরু হয়ে গেছে , বললেন - প্রতি মুহূর্ত এইরকম অস্থিরতার মধ্যে থাকতে পারব না , রায় ফাসির হইলে জানাইস । মা কে জানালাম যে ফাসির রায় হয়েছে , রায় শোনার সাথে সাথে যা মনে হয়েছে তা হল - জামাত -শিবির - রাজাকার রা যতই হুমকি দেক আর যাই করুক না কেন , আমাদের সংগ্রাম চলবেই , সব কয়টা রাজাকারের ফাসি হবার পরেই এই আন্দোলন থামবে , এর আগে না ।

বাসায় বসে আছি , মনটা পরে আছে শাহবাগে । সাকার ফাসির রায় হয়েছে , বিজয় মিছিল হবে , আর আমি বাসায় বসে আছি -এটা কোন কথা হল ? তবে বৃহস্পতিবারের আঘাতের উপর আসলেই একটা শান্তির প্রলেপ সাকার ফাসির রায় । বিজয় মিছিলে রাস্তায় নামতে পারছি না , মন টা শাহবাগের রাজপথে সহযোদ্ধাদের সাথে পরে আছে । বাংলার আকাশে আজকে আবার উঠেছে রাজাকার মুক্ত বাংলা গড়ার বিজয় সূর্য । সাকা রাজাকারের ফাসির আনন্দে আবার হেসে উঠেছে শাহবাগ গনজাগরন মঞ্চ । ২০১৩ সালের অক্টোবর মাসটার শুরু হল সুখবর দিয়ে , আশা করি পুরো মাসটা আমাদের জন্য এরকম আরও অনেক বিজয় বয়ে নিয়ে আসবে ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় জনতা , জয় প্রজন্ম , জয় শাহবাগ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

1 টি মন্তব্য: