বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

শাহবাগের পথে পথে , শহীদ দীপ তোমায় মনে পরে

কলেজে একজন খুব কাছের বান্ধবীর সাথে একবার শাহবাগ নিয়ে তর্ক হচ্ছিল । সেই মেয়ে এক সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিল , কাজেই আমি যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে তাকে বোঝানোর চেষ্টা করছিলাম । কিন্তু ওদের তো ভালমত ব্রেইন ওয়াশ করা থাকে , সে কিছুই বুঝল না । তর্ক করতে করতে একসময় আমি বললাম -আচ্ছা , তোরা যে দীপ ভাইয়াকে মারলি এর কি জবাব দিবি ?ইসলাম কি তোদের এই শিক্ষা দেয় ? দেশের যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার অপরাধে যে দীপ ভাইয়াকে মারলি , এটাকে কি এখন ইসলাম দিয়ে পরিশুদ্ধ করে নিবি ? সেই মেয়ের উদ্ভাবনী ক্ষমতা দেখে আমি তখন বিস্মিত হলাম , সে দীপ ভাইয়াকে মেরে ফেলার ব্যাপার টাও জায়েজ করার চেষ্টা করতে থাকল দীপ এটা করেছে , ওটা করেছে বলে। আর সেগুলো এমন ই অদ্ভুত মিথ্যাচার , স্বয়ং বাঁশের কেল্লাও কখনও এত মিথ্যাচার করেনাই । সেইদিন ওর প্রত্যেকটা মিথ্যার উচিত জবাব দিয়েছিলাম -দিয়ে বলেছিলাম , "তোর সাথে আমার পার্থক্য কি জানিস ? আমার হিরো হলেন দীপ ভাইয়া -যিনি দেশের জন্য আন্দোলন করার অপরাধে শহীদ হয়েছেন , আর তোর হিরো হল খুনি মিসবাহ ।" এরপর বার বার যখন ই শাহবাগ আন্দোলন নিয়ে চিন্তা করতে বসেছি , দীপ ভাইয়ার ছবিটা নিজের অজান্তেই চোখের সামনে চলে এসেছে । ভাবা যায় বুয়েটের একজন স্টুডেন্ট , নিশ্চিত জীবন ছিল তাঁর সামনে - কিন্তু সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন এখন তিনি , দেশের জন্য লড়তে গিয়ে আসলেই এই পথে জীবন দিয়েছেন । আমার উপর যখন এক্সিডেন্টের রুপ দিয়ে আক্রমন করা হল , মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে বিছানায় শুয়ে ছিলাম আর ভাবছিলাম - এর চেয়ে অনেক গুন বেশি সহ্য করতে হয়েছে রাজীব ,দীপ , তুহিন , তন্ময় , রুহুল আমিন , ইমন আকন্দ , জগত জ্যোতি , জাফর মুন্সি দের । আমি এইটুক যদি সহ্য করতে না পারি তাহলে কিসের আন্দোলন করি ? এই পথে ফাসির দাবি করতে গিয়ে জীবন দিতে হয়েছে দীপ ভাইয়াকে - একজন ছোট বোন হিসেবে সহযোদ্ধা ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাই । অজানা -অচেনা এই বোনটির শুভেচ্ছা আর স্যালুট নিও দীপ ভাইয়া। আমাদের আন্দোলন চলবেই । রক্তের বদলা ফাঁসি নিয়েই আমরা ঘরে ফিরব। আর এই পথে যদি জীবন দিতে হয় , কোন কষ্ট নেই । হাসিমুখে জীবন দিয়ে আকাশের নক্ষত্র হয়ে যাব তোমার মত । কিন্তু শহীদ জননীর স্বপ্ন আমরা সফল করবই। জানো , কসাই এর না ফাসির রায় হয়েছে আপিল বিভাগ থেকে , কসাই এর যাবজ্জীবন মানতে না পেরে না তুমি লিখেছিলে - "এই পথে আজ জীবন দেব , রক্তের বদলা ফাসি নেব " -সেই কসাই এর ফাসির রায় হয়েছে , ফাসি দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি । জানি আকাশের কোন নক্ষত্র হয়ে তুমিও আমাদের সাথে আছ , আমাদের মতই অপেক্ষা করছ রাজাকারের ফাসি দেখার জন্য ।বাংলার মাটিতে সব রাজাকারের ফাসি হলে সশ্রদ্ধ সালাম জানাব শহীদ দীপ তোমাকে , তোমাদের রক্তের দামে সফল হবে রাজাকারমুক্ত বাংলার স্বপ্ন।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শহীদ জননী ,জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন