রক্তের সমুদ্রের মাঝখান থেকে একদিন পৃথিবীর বুকে জন্ম নেয় সবুজ একটি বদ্বীপ। সেদিন রাত্রিশেষে ভোরের সূর্যটা ওঠে আরও বেশি লাল হয়ে - ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত হয়ে , দুই লাখ বীরাঙ্গনা মাএর সাক্ষী হয়ে। রাতের কালিমা মুছে অবুঝ শিশুর মত হেসেছিল রাঙ্গা সকাল , আমরা স্বাধীন হয়েছিলাম হায়েনার আক্রমন থেকে - প্রাণের স্বদেশটাকে ফিরে পেয়েছিলাম একান্ত আপন করে। এই বাংলাদেশ , যার জন্য জীবন বাজি রেখেছিলেন বীর মুক্তিযোদ্ধারা । এই আমাদের বাংলাদেশ ... যার প্রতিটা ধূলিকণায় মিশে আছে ত্রিশ লাখ শহীদের রক্ত , বীরাঙ্গনা মায়ের কান্না...। এই আমার বাংলাদেশ...।।
বিজয় এসেছে ১৬ ই ডিসেম্বর , ১৯৭১ তারিখে ... মা জাহানারা ইমাম আর ফিরে পাননি রুমীকে , মা সাফিয়া বেগম আর ফিরে পাননি আজাদকে - শহীদ বদি , শহীদ আলতাফ মাহমুদ , শহীদ জুয়েলের মা ফিরে পাননি তাঁদের অতি আদরের সন্তানকে ... বাংলার আনাচে -কানাচে অগণিত মা - বোন - বধু -প্রেমিকা অপেক্ষার প্রহর গুনেছেন সন্তানের জন্য, ভাইএর জন্য, প্রিয়জনের জন্য - কেউ ফিরে এসেছেন স্বাধীন বাংলাদেশে , কেউ আর কখনও ফিরে আসেন নি ...। অনেক রক্তের দামে , অনেক অশ্রুর দামে কিনতে হয়েছে এই মহান স্বাধীনতা - সেই দাম এত বেশি যে বিজয়ানন্দ হারিয়ে যায় অশ্রুর অন্তরালে...।
সময়ের পালাবদলে পার হয়ে গেছে বিয়াল্লিশটি বছর। এখন ২০১৩ সাল - বিজয়ের মাসের প্রথম দিন আজ। এই ডিসেম্বর মাস আমাদের জন্য , বাঙালি জাতির জন্য একই সাথে কাঁদার মাস , আবার বিজয়ানন্দে ভাসার মাস। ত্রিশ লাখ শহীদের জন্য , শহীদ মুনীর চৌধুরী , শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী , শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার জন্য , দুই লাখ বীরাঙ্গনা মাএর জন্য চোখ ফেটে আসে অশ্রুজল - আর সেই অশ্রুজল ভেদ করে বাংলার আকাশে উড়তে থাকে রক্তের দামে কেনা স্বাধীন বাংলার পতাকা। বিজয়ের মাসের সূচনা হোক বাংলার মাটি থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত অবসানের শপথ নিয়ে। 'বিজয় ২০১৩' - বিশ্বজুড়ে বাংলার বিজয় এর আমন্ত্রন রইল সকল বাঙ্গালিকে।
জয় বাংলা।
বিজয় এসেছে ১৬ ই ডিসেম্বর , ১৯৭১ তারিখে ... মা জাহানারা ইমাম আর ফিরে পাননি রুমীকে , মা সাফিয়া বেগম আর ফিরে পাননি আজাদকে - শহীদ বদি , শহীদ আলতাফ মাহমুদ , শহীদ জুয়েলের মা ফিরে পাননি তাঁদের অতি আদরের সন্তানকে ... বাংলার আনাচে -কানাচে অগণিত মা - বোন - বধু -প্রেমিকা অপেক্ষার প্রহর গুনেছেন সন্তানের জন্য, ভাইএর জন্য, প্রিয়জনের জন্য - কেউ ফিরে এসেছেন স্বাধীন বাংলাদেশে , কেউ আর কখনও ফিরে আসেন নি ...। অনেক রক্তের দামে , অনেক অশ্রুর দামে কিনতে হয়েছে এই মহান স্বাধীনতা - সেই দাম এত বেশি যে বিজয়ানন্দ হারিয়ে যায় অশ্রুর অন্তরালে...।
সময়ের পালাবদলে পার হয়ে গেছে বিয়াল্লিশটি বছর। এখন ২০১৩ সাল - বিজয়ের মাসের প্রথম দিন আজ। এই ডিসেম্বর মাস আমাদের জন্য , বাঙালি জাতির জন্য একই সাথে কাঁদার মাস , আবার বিজয়ানন্দে ভাসার মাস। ত্রিশ লাখ শহীদের জন্য , শহীদ মুনীর চৌধুরী , শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী , শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতার জন্য , দুই লাখ বীরাঙ্গনা মাএর জন্য চোখ ফেটে আসে অশ্রুজল - আর সেই অশ্রুজল ভেদ করে বাংলার আকাশে উড়তে থাকে রক্তের দামে কেনা স্বাধীন বাংলার পতাকা। বিজয়ের মাসের সূচনা হোক বাংলার মাটি থেকে স্বাধীনতাবিরোধী অপশক্তির চূড়ান্ত অবসানের শপথ নিয়ে। 'বিজয় ২০১৩' - বিশ্বজুড়ে বাংলার বিজয় এর আমন্ত্রন রইল সকল বাঙ্গালিকে।
জয় বাংলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন