রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

বসন্ত আজ বন্ধুরা দেখ , গণদাবী হয়ে বাজে ......।

জানো , দূর আকাশের উজ্জ্বল নক্ষত্র গুলোর মধ্যে আমাদের সবার একজন মা আছেন। আমার জন্মদাত্রী মা এর পর আমার সবচেয়ে প্রিয় মানুষ , মা জাহানারা ইমাম । মা এর দেখানো পথ ধরে তার সন্তানেরা যখন দৃপ্ত পদক্ষেপে পতাকা হাতে এগিয়ে যায় , তখন হয়ত মা অনেক খুশি হন । যখন কসাই এর ফাসির রায় না হওয়াতে মা এর সন্তানেরা রাস্তায় নেমে আসে ৫ ই ফেব্রুয়ারিতে , স্লোগানে -মিছিলে রাজপথ কাপিয়ে তোলে , তখন মা হয়ত সন্তানদের দিকে চেয়ে থাকেন , হয়ত একটু তৃপ্তির নিঃশ্বাস ফেলেন এই ভেবে যে বিয়াল্লিশ বছর পরে হলেও এক ই প্রতিপক্ষের বিরুদ্ধে এই সন্তানেরা আবার জেগে উঠেছে। জানো , কোন রাজাকারের ফাসির রায়ের পর বিজয় মিছিলে সন্তানদের সাথে মা ও থাকেন , এখন তিনি সুদূর আকাশের বাসিন্দা হলেও , এই আন্দোলনের জন্ম যে মা এর হাতেই ।

মা ,আমরা তোমার সন্তানেরা তোমার স্বপ্নটাকে সফল করতে চাই । মা , তোমার আন্দলনটাকে বিজয়ের পথে নিয়ে যাওয়ার শপথ নিয়ে আমরা রাস্তায় নেমেছি মা। মা , কতটা প্রতিকূল পরিবেশে তুমি রাজাকারের ফাসির দাবি তুলেছিলে , কতটা বিপদ মাথায় নিয়ে -এখন বুঝি মা। এখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় , তারপরও একের পর এক আমরা আক্রমনের শিকার হচ্ছি , রক্ত ঝরছে , জীবন ঝরে পরছে রাজীব হায়দার , আরিফ রায়হান দীপ , তরিকুল ইসলাম শান্ত , জগতজ্যোতি , জাফর মুন্সির। মা , আমাদেরকে এত ভালবাসতে তুমি ? রাজাকার মুক্ত একটা বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলে আমাদেরকে ।

মা , কত বড় এবং কত কঠিন একটা মিশন নিয়ে তুমি রাজপথে নেমেছিলে ।  জানি অনেক বছর পার হয়ে গেছে , অনেক ক্ষতি হয়ে গেছে এর মধ্যে আমাদের প্রিয় বাংলাদেশ টার । কিন্তু তারপরও আমরা আবার রাজপথে নেমেছি মা , তোমার দেখানো সেই রাজপথে তোমার কণ্ঠের সেই দাবি তুলেছি মা। মা , তোমার সন্তান শহীদ রুমি কে তুমি দেশের জন্য কোরবানি করে দিয়েছিলে , আমরা আমাদের ভাই রুমি হত্যার প্রতিশোধ নিতে চাই মা। ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ বীরাঙ্গনার রক্তের বদলা নিতে চাই মা। তোমার বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে চাই মা।

 মা , তুমি না বলেছিলে - "এই আন্দোলন কে সুদূরের পথ পাড়ি দিতে হবে। আমি জানি জনগনের চেয়ে বিশ্বস্ত কেউ নেই। জয় আমাদের হবেই।" মা জানো , অনেকগুলো বিজয় সংবাদ জমা হয়েছে তোমাকে দেয়ার জন্য।সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ , সাকা এবং কাদের কসাই সবগুলোর ফাসির রায় হয়েছে মা। মা , আমাদের আশা গোলাম আজম আর আব্দুল আলিম ও ছাড়া পেয়ে যাবে না । আমাদের জাগরনের একটা বড় অর্জন আছে মা জানো , রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ । সেই অর্জনের শক্তিতেই এদের ও ফাসির রায় আসবে আপিল বিভাগ থেকে তুমি দেখ মা। 

জানি মা , এগুলো তুমি দেখেছ , আমাদের মত তুমিও হয়ত অন্য জগত থেকে বিজয় আনন্দে মেতে উঠেছ এক একটা রাজাকারের ফাসির রায়ের পর। তারপরও জানো মা , এক একটা রাজাকারের ফাসির রায়ের পর তোমার পায়ে ধরে সালাম করতে ইচ্ছা করে মা। তোমাকে জড়িয়ে ধরে কাদতে ইচ্ছা করে মা । কিন্তু পারি না , তুমি যে আমাদের ধরা -ছোঁয়ার অনেক বাইরে এখন । মা , আমাদের উপর তোমার স্নেহছায়া রেখ , সব রাজাকারের ফাসি না নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে জাগ্রত তোমার সন্তানেরা থামবে না মা । তোমায় কথা দিলাম মা , রাজাকারের ফাসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না কক্ষনো । 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন