শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

'হাত দিয়ে বলো সূর্যের আলোকে রুধিতে পারে কি কেউ / আমাদের মেরে ঠেকানো যাবে না গনজোয়ারেরে ঢেউ

অদৃশ্য বাধা ভাঙ্গার কোন মন্ত্র এখনও আবিস্কার হয়নি কেন ?আমি সত্যি আর সহ্য করতে পারছি না ... এসব কি হচ্ছে কিছু মানতে পারছি না। কোনোরকম বিশৃঙ্খলা , সহিংসতা যে গণজাগরণ মঞ্চের কর্মীরা করেনা এটা সারা বাংলাদেশ ভাল করেই জানে। সেই গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর এইরকম আক্রমন এটা আমি কিছুতেই মানতে পারছি না। পরিবারের শৃঙ্খলে হাত -পা বাধা আমার , এক্ষনি ইচ্ছে করছে ছুটে গিয়ে আমার ভাইদের আড়াল করে দাড়াই ... নিজের উপ...র লজ্জা হচ্ছে চরম -কেন মেয়ে হয়ে জন্মালাম ? কেন পারছি না ভাইদের মত জয় বাংলা চিৎকারে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে ছুটে যেতে ? কেন পারছি না বাংলা মায়ের মর্যাদা রক্ষার জন্য পুলিশের আঘাত বুক পেতে নিতে।

বিবেকের শাস্তি কখনও আমাকে ক্ষমা করবে না আজকে আমার ভাইদের উপর পুলিশ যখন লাঠিচার্জ করছে তখন আমি ঘরে বসে আছি এ অপরাধে । কিন্তু বিবেক কি সেই পুলিশকে ক্ষমা করবে যে বীর মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করল , গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর আঘাত করল। কাকে দোষ দিব ? স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের প্রতিবাদ করতে গিয়ে আজকে ইমরান ভাই , বাধন ভাই আই সি ইউ তে - শাম্মি আপু ,শিপ্রা আপু অনন্য আজাদ সহ আরও সহযোদ্ধারা গ্রেফতার - অর্ণব ভাই , আরিফ নূর ভাই আরও অনেকে আহত। সান্ত্বনার কোন ভাষা নাই , শুধু এই প্রশাসনের প্রতি ধিক্কার জানানোর আর ঘৃণা জানানোর ভাষা আছে।

দেশদ্রোহীদের মিছিলেও পুলিশ এমনভাবে আক্রমন করেনা যা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা মিছিলে আজকে করল। শুধু একটা কথা বলি যে আমার ভাইয়েরা তো পাকিস্তানের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদ করতে গিয়ে আহত হচ্ছে , এরেস্ট হচ্ছে... এইসব কিছুর বিনিময়ে একদিন দাবি আদায় হবে তাও জানি , সেই দাবি আদায়ের ক্রেডিট নেয়ার মানুষের অভাব হবে না তাও জানি। আমার কাছে মুক্তিযোদ্ধা - বীরাঙ্গনা মায়েদের পর শ্রেষ্ঠ বীরের আসনে সারাজীবন থাকবেন গণজাগরণ মঞ্চের এই যোদ্ধারা। রক্তের দামেই একদিন ছিন্ন হবে পাকিস্তানের সাথে সকল সম্পর্ক , রক্তের দামেই একদিন বাংলাদেশ মুক্ত হবে স্বাধীনতাবিরোধী সবরকম অপশক্তির হাত থেকে। বাংলাদেশ যে রক্তের দামেই কেনা - রক্ত দিয়েই যে একে রক্ষা করতে হবে।

আহত সহযোদ্ধারা কেমন আছেন কেউ বলবেন আমাকে ?গ্রেফতারকৃতরা তাড়াতাড়ি মুক্তি পাবেন তো ? আমি সত্যি কিছু ভাবতে পারছি না। এই লেখা লিখতে বারবার হাত কেঁপে উঠছে - কাল থেকে কাঁদছি বারবার কখনও পাকিস্তান হাইকমিশন ঘেরাও কর্মসূচীতে যেতে না পারার ক্ষোভে - কখনও সহযোদ্ধাদের উপর আক্রমণের খবরে। এই পুলিশেরা কি বাংলাদেশের মানুষ না ? আমি এই পুলিশদের ধিক্কার জানাই যারা আমার ভাই -বোনের উপর , বীর মুক্তিযোদ্ধাদের উপর আঘাত হেনেছে। এরা বাংলাদেশের পুলিশ না পাকিস্তানের পুলিশ আমার সন্দেহ আছে। গণজাগরণ মঞ্চের যোদ্ধাদের চিনি আর তাই জানি আন্দোলন থামবে না। পরিবারের এই শৃঙ্খল টা ভাঙ্গতে পারছি না কেন ... আমি মেয়ে হয়ে জন্মালাম কেন ... আমি সত্যি আর সহ্য করতে পারছি না।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সহ গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর ন্যাক্কারজনক পুলিশী হামলার প্রতিবাদে আগামীকাল বিকাল ৩ টায় শাহবাগ প্রজন্ম চত্বরসহ দেশব্যাপী সকল গণজাগরণ মঞ্চে বিক্ষোভ সমাবেশ।গ্রেফতারকৃত সকল গণজাগরণ মঞ্চের কর্মীদের আজকের মধ্যে মুক্তি দেয়ার দাবী জানাচ্ছে গণজাগরণ মঞ্চ। অন্যথায় আগামীকালের সমাবেশ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

'হাত দিয়ে বলো সূর্যের আলোকে রুধিতে পারে কি কেউ
আমাদের মেরে ঠেকানো যাবে না গনজোয়ারেরে ঢেউ'

জয় বাংলা... জয় গণজাগরণ মঞ্চ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন