রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

আজ সদ্য জন্ম নেয়া ছোট শিশুটির মুখে আধো আধো মা ডাকে আমি আমার বাংলার স্বাধীনতা দেখতে পাই ।

আজ ভোরের সূর্য টা আকাশ রাঙ্গিয়ে দিয়ে একটা কথাই ঘোষণা করে
আজ সবুজ মাঠের দৃশ্যপটে রাখালের স্বাধীন বাঁশরী একটা কথাই জানিয়ে দেয়
আজ কিশোরের হাতের লাল - সবুজ পতাকা একটা বিজয়েরই সাক্ষী দেয়
আজ সদ্য জন্ম নেয়া ছোট শিশুটির মুখে আধো আধো মা ডাকে -
আমি আমার বাংলার স্বাধীনতা দেখতে পাই ।


আজ শাহবাগে সমবেত লাখো জনতার সমাবেশে আমি বিচার চাই
আজ আমি আমার বাংলা মা এর ধর্ষক দের ফাঁসি চাই
আজ আমি ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নিতে চাই
আজ আমি জয় বাংলার জয়গান ঘোষণা করতে চাই ।
স্বাধীনতার পর বিয়াল্লিশ বছর ধরে যে স্বপ্ন দেখতে এক অলিখিত ভয় ছিল
আমি সেই ভয় আজ অতিক্রম করেছি !
দেখ , আজ শাহবাগে রাজপথে আমি চিৎকার করে রাজাকারের ফাঁসি চেয়েছি
দেখ , আমার মাকে যে দাবির জন্য তোমরা দেশ দ্রোহী আখ্যা দিয়েছিলে ,
আমার মাকে যে দাবি করার অপরাধে তোমরা দেশছাড়া করেছিলে ,
মা জাহানারা ইমামের সেই দাবি আজকে আমি কণ্ঠে তুলে নিয়েছি নির্ভয়ে !

আমাকে নষ্ট মেয়ে বলবে তুমি? আমাকে পতিতা বলবে তুমি ?
আমি জানি আমি কে , আর জানে আমার প্রিয় স্বদেশ ভূমি !
আমি আজ তোদের ফাঁসির দাবি তুলেছি , শুনতে পেয়েছিস? ফাঁসির দাবি ।
শুনতে পেয়েছিস রাজাকার রা ? শুনতে পেয়েছিস দেশদ্রোহী পাকিস্তানি দালালেরা ?
শুনতে পেয়েছিস গোলাম আজম - কামরুজ্জামান - মুজাহিদ - কাদের কসাই ?
শুনতে পেয়েছিস  সাইদি - নিজামি ? শুনতে পেয়েছিস কুলাঙ্গারেরা ?
তোরা শুনে রাখ - তোরা রাজাকার ,তোরা ভণ্ড , তোরা কাপুরুষ ।
তোরা দেশদ্রোহী কুলাঙ্গার , জাতপরিচয় হীন পাকিস্তানি দালাল ।

তোদের বিরুদ্ধে কোটি প্রানের এই জাগরণ ই আমাদের বিজয়
শাহবাগের আকাশ - বাতাস কম্পিত করে জয় বাংলার জয়গান ই আমাদের বিজয়
"রাজাকারের ফাসি চাই " বলে সমবেত জনতার বুক ফাটা চিৎকারই-
রাজাকার - জামাত -শিবির - মৌলবাদের বিরুদ্ধে বাঙ্গালির বিজয়ের গর্বিত ঘোষণা ।
জয় বাংলা ধ্বনিতে গনজাগরন মঞ্চের উদ্যত কণ্ঠস্বর ই বাঙ্গালির  বিজয় ডঙ্কা
সারা বাংলার প্রতি প্রানের দাবিকে মুখর করে তোলাই শাহবাগের সার্থকতা
মা জাহানারা ইমামের স্বপ্ন পূরণের শত শত সৈনিকের জাগরন ই
রক্তে ভেজা বাংলার মাটিতে রাজাকারের পরাজয়ের শুভ আনন্দধ্বনি ।

কোটি কোটি তরুন প্রানের এই জাগরনের ধ্বনিকে রুদ্ধ করার সাধ্য কারো নেই ।
মা জাহানারা ইমাম আমাদের উপর বিশ্বাস রেখে গেছেন, শুনিয়ে গেছেন অমরবাণী
"আমি জানি জনগনের চেয়ে বিশ্বস্ত কেউ নেই , জয় আমাদের হবেই । "

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন