বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

রাজাকার এবং রাজাকারের দালালেরা নিপাত যাক , জয় বাংলা মুক্তি পাক

তথ্য -প্রযুক্তি আইনের ৫৭ ধারার বর্তমান প্রয়োগ গুলো খুশি হওয়ার জন্য যথেষ্ট । সবার প্রথমে গ্রেফতার হল বিশিষ্ট জ্ঞানপাপী ওয়াহিদুজ্জামান । অনলাইনে রাজাকার দের সমর্থনে কাজ করে বাংলাদেশের ইতিহাস বিকৃত করত । আজকে রংপুরে কাদের সিদ্দিকির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে । এই কাদের সিদ্দিকি নামটা শুনলেই কেমন অতিরিক্ত একটা ঘৃণা চলে আসে নিজের মাঝেই। একাত্তরে পাক হানাদার দের বিরুদ্ধে যে কাদের সিদ্দিকি মুক্তিয...ুদ্ধ করেছে সে আজকে এতটা পথভ্রষ্ট কিভাবে হয় ? সবসময় মনে হত এই নব্য রাজাকারগুলার তো কোন শাস্তি হবে না । নির্লজ্জের মত ইতিহাস বিকৃত করে রাজাকারদের পক্ষে কথা বলে যাবে এরা । কিন্তু তা নয় , এদের শাস্তি হচ্ছে ।

নতুন আইন , আইনের প্রয়োগও শুরু হয়েছে - হোক না স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে এর ব্যবহার । হুমায়ুন আজাদ স্যারের একটা কথা আছে - একজন রাজাকার চিরকাল রাজাকার , কিন্তু একজন মুক্তিযোদ্ধা চিরকাল মুক্তিযোদ্ধা নয় । তিনি কাকে দেখে এই কথাটা বলেছিলেন জানি না , তবে কাদের সিদ্দিকির ব্যাপারে কথাটা সম্পূর্ণ সত্যি । মাঝে মাঝে মনে হয় , এই লোকটা আসলে মুক্তিযুদ্ধে গিয়েছিল কিসের জন্য ? আর মুক্তিযোদ্ধা হয়ে এখন রাজাকারের দালালি ই বা করে কিসের জন্য ? জানি , পথভ্রষ্ট মানুষ নিয়ে আলাপ করে সময় নষ্ট করার কোন যৌক্তিকতা নেই , কিন্তু এই পর্যন্ত তথ্য প্রযুক্তি আইনের প্রয়োগ গুলো আসলেই খুশি হওয়ার মত ।

আচ্ছা , আমাদের দেশ টা তো বাংলাদেশ -ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া একটি দেশ । তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা আমাদের উপর বুমেরাং হয়ে ফিরে আসতে পারে আমি জানি , কিন্তু এমন যদি হত যে রাজাকার এবং তাদের দালাল দের বিরুদ্ধে কথা বলার জন্য এই আইনে কখনও অপরাধী হতে হবে না - তাহলে কত ভাল হত , তাইনা ? আজকে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় , তাই বঙ্গবন্ধুকে অপমান করার বিচার আমরা পাচ্ছি। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি যদি কোনোদিন ক্ষমতায় না আসতো আর , কত ভাল হত তাহলে । কারন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আসলে তো খুনি জিয়াকে খুনি বলাও ৫৭ ধারার অপরাধ হয়ে দাঁড়াবে।

কয়েকদিন আগে জামাতের প্রতিষ্ঠাতা মউদুদি পুত্র বলেছে , তার বাবা কখনও তাদের কাউকে জামাতের কাছে পর্যন্ত যেতে দেয়নি । মউদুদি জামাতের প্রতিষ্ঠাতা , সে নিজের সন্তান দের বলেছে জামাত হল একটা মাদক ব্যবসার মত।মাদক ব্যাবসায়ি যেমন নিজের সন্তান দের মাদক সেবন করায় না , জামাত ও তেমনি । সে আরও বলেছে বাংলাদেশে জামাতের রাজনীতি করার কোন অধিকার নেই । যেখানে আমরা সারা বাংলাদেশের জনতা বলছি -জামাতের রাজনীতি নিষিদ্ধ কর , যেখানে সারা দেশ জুড়ে কিছুদিন পর পর সাধারন মানুষের জীবন নিয়ে বোমাবাজির খেলায় মেতে উঠছে জামাত , সেখানে তাদের নিষিদ্ধ হতে আর কত দেরি ? বাংলাদেশে জন্ম নেয়া যে তরুন রা জামাত শিবির করে , এতসব প্রমানের পর ও কি তারা সঠিক পথে ফিরে আসবে না ?

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন