সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

কসাই এর ফাসি কার্যকর হতে আর কত দেরি ? জামাত -শিবির নিপাত যাক , জয় বাংলার জয় হোক

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বাংলার মানুষের অভূতপূর্ব জাগরন শাহবাগ আন্দোলন কে বিতর্কিত করার জন্য প্রথম থেকেই জামাত - শিবির নানা রকম অপপ্রচার চালিয়ে গেছে। কিন্তু আন্দোলন এগিয়ে গেছে তার নিজস্ব গতিতেই। গত ৫ ফেব্রুয়ারি , ২০১৩ তারিখে কসাই কাদেরের ফাঁসির রায় না হওয়ার ক্ষোভ থেকে যে শাহবাগ আন্দোলনের জন্ম , তা এর ই মধ্যে পার করেছে আটটি মাস। এই শাহবাগ আমাদেরকে দিয়েছে সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ , সাকা , কাদের... কসাই এর ফাসির রায় । বাংলাদেশের স্বাধীনতার পর ৪২ বছরে যা হয়নি , শাহবাগ আন্দোলনের কারনে তাই সম্ভব হয়েছে । একসময় যেই রাজাকারদের গাড়িতে স্বাধীন বাংলার পতাকা উড়ত , সেই রাজাকারদের কে বিচারের মুখোমুখি করে ফাসির রায় দেয়া সম্ভব হয়েছে ।

ভাবতে অবাক লাগে , এই মুজাহিদ - সাইদি -কামরুজ্জামান রা একসময় এই বাংলাদেশের মন্ত্রী ছিল । একজন মানুষ কত বড় অকৃতজ্ঞ হলে , কত বড় দেশদ্রোহী হলে এইসব রাজাকারদের সাথে জোট করতে পারে , তাদের হাতে মন্ত্রিত্ব তুলে দিতে পারে ! আর কোথায় এইসব অপকর্মের জন্য লজ্জিত হবে , তা না করে বি এন পি -জামাত একের পর এক সহিংসতার কর্মসূচীর ঘোষণা দিয়ে যাচ্ছে । কখনও কোন সুস্থ মানুষ বলবে একটা সমাবেশে দা -কুড়াল নিয়ে আসার কথা ? এদের বিগত শাসনামলের চিত্র কি আমরা ভুলে গেছি ? পূর্ণিমা মেয়েটির কথা কি আমরা ভুলে গেছি ? নিরুপায় সেই মা এর কথা কি ভুলে গেছি যাকে বাধ্য হয়ে বলতে হয়েছিল - "বাবারা তোমরা একজন একজন করে আস , আমার মেয়েটা ছোট , মরে যাবে । "

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সর্বদলীয় সরকার ব্যবস্থার কথা বলেছেন সেটা গ্রহন করতে বি এন পির সমস্যা কি আমি বুঝি না। ওদের আসল উদ্দেশ্য টা কি , নির্বাচন করা নাকি কসাই এর ফাসি দিতে না দেয়া ?আর প্রধানমন্ত্রীর ঘোষণার সাথে সাথে বি এন পির প্রতিক্রিয়া না , আসলো জামাতের প্রতিক্রিয়া। আচ্ছা , এই দলটার আত্মপরিচয়ের ঠিক - ঠিকানা নাই সেটা তো জানি ই , আত্মপরিচয় বলে কিছু থাকলে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করত না। আত্মসম্মানবোধ বলেও কিছু যে নাই সেটা প্রমান করে দিল আবার। ওদের তো নিবন্ধন ই বাতিল , ওরা নির্বাচনেই নাই - কাজেই নির্বাচন নিয়ে ওদের মন্তব্য কে শুনতে চেয়েছে বুঝলাম না।

আমি বাংলাদেশের একেবারে সাধারন মানুষ । দল বুঝি না , রাজনীতি বুঝি না - আসলেই বুঝি না । শুধু বুঝি আমার দেশ বাংলাদেশ , আমি একজন বাঙালি। আমি রাজাকারের ফাসি চাই - শাহবাগ প্রজন্ম চত্বরের প্রত্যেকটা আন্দোলনকারী রাজাকারের ফাসি চায় -এর বেশি আর কিচ্ছু চাওয়ার নেই আমাদের। শুধু শুধু নির্বাচনের ব্যপার নিয়ে দেশে সহিংসতা সৃষ্টির ঘোষণা না দিলেই কি নয় বি এন পির ? এখন সারা জাতি , বাংলাদেশের প্রত্যেকটা বাঙালি তাকিয়ে আছি সামনের দিকে , কাদের কসাই এর ফাঁসি দেখার প্রতীক্ষায়। কবে যেন একটা খবরে পড়লাম নভেম্বরের প্রথম সপ্তাহে ফাসি হবে , দড়ি আনা হচ্ছে জার্মানি থেকে , জল্লাদ হতে আগ্রহী কয়েদির সংখ্যা প্রয়োজনের চেয়ে অনেক বেশি । সেই নভেম্বরের প্রথম সপ্তাহ টা আসে না কেন তাড়াতাড়ি। আশা করি এবার আর আমাদের নিরাশ হতে হবে না। কাদের কসাই এর ফাসি এবার হয়ত বাস্তবেই দেখতে পাব। আশায় রইলাম , রাজাকারমুক্ত বাংলা গড়ার আশায় ।

জামাত -হেফাজতের মুখোশ খুলে দেয়ার জন্য , ওদের ধর্মব্যবসার প্রমান দেখানোর জন্য এই লেখাটা যথেষ্ট - আশা করি এরপরেও কেউ জামাত - হেফাজত কে অন্তত ইসলামিক দল বলে ইসলাম কে অপমান করবেন না। https://www.amarblog.com/chor/posts/174545

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন