বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৩

রাজাকারদের রক্তে করব আবার পুন্যস্নান

মানবতা কি জিনিস ? মানবতা কাকে বলে ? মানবতা কার জন্য ? মানবতার সংজ্ঞা কি ? অমানুষের জন্য কিসের মানবতা ? আব্দুল আলীম যখন নির্বিচারে বাঙ্গালিদের হত্যা করেছিল তখন কোথায় ছিল মানবতা ? কোথায় ছিল বয়স বিবেচনা ? বিয়াল্লিশ বছর আগে অপরাধ করেছে বলে আজকে ছাড়া পেয়ে যাবে ? যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কি সেই শহীদ দের রক্তের বদলা নেয়া যায় ? যায়না । ৫৮৫ জন মানুষ , কল্পনা করা যায় ? ৫৮৫ জন বাঙ্গালির খুনির শাস্তি মৃত্যুদণ্...ড হল না - কেন ? বয়স বিবেচনায় । তা রাজাকার আব্দুল আলিম কি বয়স দেখে মেরেছিল ৫৮৫ জন বাঙ্গালিকে ?

গোলাম আজমের রায়ের পর শাহবাগে বিক্ষোভে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম রঞ্জু আঙ্কেল বলেছিলেন ," ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল ১৫ বছর । তখন পাকিস্তানিরা যদি আমাকে ধরতে পারত, তারা কি আমাকে মারার ক্ষেত্রে বয়স বিবেচনা করত? " এই কথাটা এখনও কানে বাজে আমার , আব্দুল আলিমের রায়ের পর আবার চোখের সামনে ভেসে আসলো এই কথাটাই - স্বাধীন বাংলাদেশে আব্দুল আলিমের ফাসির রায় হল না, রাজাকারকুল শিরোমণি গোলাম আজমের ফাসির রায় হল না - এই লজ্জা আমরা কোথায় রাখব ?

যুদ্ধাপরাধী আব্দুল আলীমের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল এবং গণজাগরণ মঞ্চের ছয়দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে ১১ অক্টোবর, শুক্রবার বিকেল চারটায় সারাদেশে সকল গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণজাগরণ মঞ্চ একই সময়ে প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে।আমাদের সাধারন মানুষ দের হাতে তো ফাসির রায় দেয়ার ক্ষমতা নেই। তাই সমাবেশ , বিক্ষোভ মিছিলের মাধ্যমেই আমাদের দাবি তুলে ধরি যাদের হাতে সেই রায় দেয়ার ক্ষমতা আছে তাদের কাছে । আমাদের সংগ্রাম চলবেই , রাজাকারের ফাসির দাবিতে কোন আপোষ নয় । ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা চাই , সব রাজাকারের ফাসি চাই।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন