এই সেই শাহবাগ, যেখানে মিছিলে- স্লোগানে প্রানের দাবি জানায় তারুন্য ,
এই সেই শাহবাগ, যেখানে প্রেমিকের ভালোবাসার বন্ধন ভেঙ্গে ছুটে আসে প্রেমিকা,
যেখানে পরিবারের বাধা অস্বীকার করে মিছিলে হাজির হয় কিশোরী মেয়েটি,
যেখানে বিয়াল্লিশ বছরের কলঙ্কের অবসানের জন্য প্রতীক্ষায় থাকে বাংলাদেশ-
আমি সেই শাহবাগের কথা বলছি , সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
যেখানে এক পতাকাতলে সমবেত হয় বাংলাদেশ, কলঙ্কমোচনের দাবি নিয়ে ,
য...েখানে এক দাবিতে একতাবদ্ধ হয় বাঙালি , রাজাকারের ফাসির দাবি নিয়ে ,
অন্তরে রাজাকারের ফাসির দাবি , কণ্ঠে জয় বাংলা , হাতে রক্তিম পতাকা নিয়ে-
যেই প্রজন্ম চত্বরে স্লোগান ওঠে "আর কোন দাবি নাই , রাজাকারের ফাঁসি চাই",
আমি সেই শাহবাগের কথা বলছি , আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
বিয়াল্লিশ বছরের চাপা আর্তনাদ বুকে নিয়ে শাহবাগে ছুটে আসেন বীরাঙ্গনা মা,
ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহবাগে আসেন ন্যায্য বিচার চাইতে,
মাএর হাত ধরে ছোট্ট মেয়েটি শাহবাগে আসে, বাবার কোলে চড়ে আসে শিশুটি,
কলেজের শাস্তি নীরবে মেনে নিয়ে শাহবাগে ছুটে আসে একাকী তরুণী -
তারা সবাই বাঙালি , তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে , আর রাজাকারের ফাসি চায়।
এই তরুন- কিশোর যোদ্ধাদের তীর্থস্থান যে শাহবাগ , যে গনজাগরন মঞ্চ ,
আমি সেই শাহবাগের কথা বলছি , সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
এই সেই শাহবাগ , অনেক শহীদের অনেক রক্তধারা এসে মিশেছে যেখানে
মা জাহানারা ইমামের আন্দোলনের স্মৃতি বহন করে জেগে ওঠা এই শাহবাগ,
ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নেবার শপথ নিয়ে গর্জে ওঠার নাম শাহবাগ,
দুই লাখ বীরাঙ্গনা মা এর উপর অত্যাচারের বদলা নেয়ার শপথের নাম শাহবাগ,
শহীদ রাজীব-দীপ-জগতজ্যোতি-শান্ত-জাফর মুন্সির রক্তের প্রতিজ্ঞার নাম শাহবাগ,
বুকে হাত রেখে মা জাহানারা ইমাম কে সাক্ষী করে নেয়া শপথের নাম শাহবাগ,
জাতীয় পতাকা বুকে নিয়ে অবুঝ কিশোরীর অঝোর কান্নার নাম শাহবাগ ,
রাজাকারের ফাসির দাবিতে স্লোগানে -মিছিলে উত্তাল জনসমুদ্রের নাম শাহবাগ।
শাহবাগ মানে জেগে ওঠা , শাহবাগ মানে জেগে থাকা ,
শাহবাগ মানে দাবি আদায়ের উত্তাল রাজপথে একটানা অবস্থান ,
শাহবাগ মানে মিছিলে -স্লোগানে প্রকম্পিত রাজপথ ,
শাহবাগ মানে জামাত -শিবির যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তারুন্যের নবশক্তির জয়গান,
শাহবাগ মানে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর চিরকালীন পরাজয় ,
শাহবাগ মানে লাল -সবুজ শাড়ি পরা তরুণীর দৃপ্ত পথচলা আর জ্বলন্ত মশাল ,
শাহবাগ মানে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর চূড়ান্ত পরাজয় ঘোষণা ,
শাহবাগ মানে জাগরন - শাহবাগ জেগে থাকে , শাহবাগ ঘুমায় না-ঘুমাতে জানেনা-
লড়াইটা যে এখনও বহুদূর বাকি ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
এই সেই শাহবাগ, যেখানে প্রেমিকের ভালোবাসার বন্ধন ভেঙ্গে ছুটে আসে প্রেমিকা,
যেখানে পরিবারের বাধা অস্বীকার করে মিছিলে হাজির হয় কিশোরী মেয়েটি,
যেখানে বিয়াল্লিশ বছরের কলঙ্কের অবসানের জন্য প্রতীক্ষায় থাকে বাংলাদেশ-
আমি সেই শাহবাগের কথা বলছি , সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
যেখানে এক পতাকাতলে সমবেত হয় বাংলাদেশ, কলঙ্কমোচনের দাবি নিয়ে ,
য...েখানে এক দাবিতে একতাবদ্ধ হয় বাঙালি , রাজাকারের ফাসির দাবি নিয়ে ,
অন্তরে রাজাকারের ফাসির দাবি , কণ্ঠে জয় বাংলা , হাতে রক্তিম পতাকা নিয়ে-
যেই প্রজন্ম চত্বরে স্লোগান ওঠে "আর কোন দাবি নাই , রাজাকারের ফাঁসি চাই",
আমি সেই শাহবাগের কথা বলছি , আমি সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
বিয়াল্লিশ বছরের চাপা আর্তনাদ বুকে নিয়ে শাহবাগে ছুটে আসেন বীরাঙ্গনা মা,
ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বীর মুক্তিযোদ্ধা শাহবাগে আসেন ন্যায্য বিচার চাইতে,
মাএর হাত ধরে ছোট্ট মেয়েটি শাহবাগে আসে, বাবার কোলে চড়ে আসে শিশুটি,
কলেজের শাস্তি নীরবে মেনে নিয়ে শাহবাগে ছুটে আসে একাকী তরুণী -
তারা সবাই বাঙালি , তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে , আর রাজাকারের ফাসি চায়।
এই তরুন- কিশোর যোদ্ধাদের তীর্থস্থান যে শাহবাগ , যে গনজাগরন মঞ্চ ,
আমি সেই শাহবাগের কথা বলছি , সেই প্রজন্ম চত্বরের কথা বলছি।
এই সেই শাহবাগ , অনেক শহীদের অনেক রক্তধারা এসে মিশেছে যেখানে
মা জাহানারা ইমামের আন্দোলনের স্মৃতি বহন করে জেগে ওঠা এই শাহবাগ,
ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নেবার শপথ নিয়ে গর্জে ওঠার নাম শাহবাগ,
দুই লাখ বীরাঙ্গনা মা এর উপর অত্যাচারের বদলা নেয়ার শপথের নাম শাহবাগ,
শহীদ রাজীব-দীপ-জগতজ্যোতি-শান্ত-জাফর
বুকে হাত রেখে মা জাহানারা ইমাম কে সাক্ষী করে নেয়া শপথের নাম শাহবাগ,
জাতীয় পতাকা বুকে নিয়ে অবুঝ কিশোরীর অঝোর কান্নার নাম শাহবাগ ,
রাজাকারের ফাসির দাবিতে স্লোগানে -মিছিলে উত্তাল জনসমুদ্রের নাম শাহবাগ।
শাহবাগ মানে জেগে ওঠা , শাহবাগ মানে জেগে থাকা ,
শাহবাগ মানে দাবি আদায়ের উত্তাল রাজপথে একটানা অবস্থান ,
শাহবাগ মানে মিছিলে -স্লোগানে প্রকম্পিত রাজপথ ,
শাহবাগ মানে জামাত -শিবির যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তারুন্যের নবশক্তির জয়গান,
শাহবাগ মানে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর চিরকালীন পরাজয় ,
শাহবাগ মানে লাল -সবুজ শাড়ি পরা তরুণীর দৃপ্ত পথচলা আর জ্বলন্ত মশাল ,
শাহবাগ মানে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর চূড়ান্ত পরাজয় ঘোষণা ,
শাহবাগ মানে জাগরন - শাহবাগ জেগে থাকে , শাহবাগ ঘুমায় না-ঘুমাতে জানেনা-
লড়াইটা যে এখনও বহুদূর বাকি ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন