সোমবার, ১৪ অক্টোবর, ২০১৩

বর্তমানে নাস্তিক হতে বেশি কিছু লাগে না...


: এই যে খোকা, যাচ্ছ কোথায়?
: মসজিদে যাচ্ছি চাচা, নামাজ পড়তে।
: সুবহানাল্লাহ! আমিও তো মসজিদেই যাচ্ছি, চলো তোমার সাথেই যাই।
: জ্বী চাচা, চলুন।
: আজকালকার ছেলেরা দেখি নামাজ রোযা করতেই চায় না, সবার মনে যেন শয়তান ভর করছে! নাআইজুবিল্লাহ!! তবে তোমাকে দেখে খুব ভাল লাগল।
: চাচা, আমার পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া হয়ে ওঠে না, তবে যখন নামাজ পড়ার সুযোগ থাকে, আমি কখনোই সুযোগ হাতছাড়া করি না।
: মাশাআল্লাহ! তোমার জন্য দোয়া করি বাবা, একদিন অনেক বড় হবা। আজকের যুগে তোমার মত ভদ্র ছেলে দেখাই যায় না!
: ধন্যবাদ চাচা।
: তা, মাঝে মাঝেই দেখি তুমি নামাজ শেষ করে রিকশা করে কই যেন যাও। যাও কই প্রতিদিন?
: শাহবাগ যাই চাচা।
: (চোখ কপালে তুলে) তু-তুমি শাহবাগ যাও? কেন?
: চাচা, আমি একজন আন্দোলনকারী, আমি আন্দোলন করতে শাহবাগ যাই।
: তুমি তো চরম নাপাক! তোমার নামাজ কবুল হবে না!
: (নিরুত্তর)
: তুমি ঘর থেকে বের হও ঐ জায়গায় যাওয়ার নিয়ত করে! ওয়াস্তাগফিরুল্লাহ!
: (বিড়বিড় করে) আমি রাজাকারের ফাসি চাই!
: কি বললা? তুমি তো নাস্তিক! তুমি তো ইসলামের শত্রু!! যত্তসব নষ্ট পোলাপান!!!
.
.
কত সহজেই না একজন মুসলিমকে নাস্তিক বানিয়ে দেয় এরা!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন