রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

গেরিলা ১৯৭১

দেহ ছিল তোমার
আমাদেরই মতন
রক্ত মাংসে গড়া,
আমাদেরই মতন
দুটো হাত,
দুটো পা,
ধরের ওপর একটি মাথা;
আমাদের মতই মুখমণ্ডল।
কিন্তু মন? কেমন ছিল তোমার মন?
তোমার মন কি ছিল
জ্বলন্ত আগুনের মত গণগণে?
নাকি ফুটন্ত পানির মত টগবগে?
নাকি একটি সরল মন,
যে ছিল আবেগপ্রবণ,
যার ছিল একটাই চাওয়া,
"একটা ভূখণ্ড হবে,
যা হবে স্বাধীন,
যার নাম হবে বাংলাদেশ!"
সে চাওয়া থেকেই জন্মে
এক দূরন্ত আশা,
যে আশা তোমায় টেনে নিয়ে যায়
নিশ্চিত মৃত্যুর কবলে!
তোমায় আলিঙ্গন করবে বলে
পদে পদে দাড়িয়ে ছিল মৃত্যু;
কিন্তু মৃত্যুও ভড়কে যায়,
যখন দেখে তুমিই হাতছানি দিয়ে
ডাকছ তাকে!
মৃত্যু ঘাবড়ে যায়,
যখন দেখে তুমি তেড়ে আসছো তার দিকে!
মৃত্যু ঘাবড়ে যায়,
যখন দেখে তুমি তারই ওপর ঝাপিয়ে পড়ছো,
আর চিত্‍কার করে বলছো,
"জয় বাংলা!"
তোমায় আলিঙ্গন করবে বলে
পদে পদে দাড়িয়ে ছিল মৃত্যু;
কিন্তু মৃত্যুকে চমকে দিয়ে
তাকেই আলিঙ্গন করে নিয়েছ তুমি!
কেননা বুকের মাঝে তো একটি বাণীই গেঁথে নিয়েছিলে তুমি,
"স্বাধীন দেশ জীবিত গেরিলা চায় না!"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন