বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

শিক্ষিত এবং রাজাকারবিরোধী প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য চাই

আমাদের প্রিয় বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা বাংলাদেশ। অনেক রক্তের দামে , অনেক জীবনের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ। আমরা এই দেশের প্রত্যেকটা মানুষ আমাদের বাংলাদেশটাকে ভালোবাসি আর তাই আমরা চাই না কোন অশিক্ষিত মানুষের হাতে কখনও এই প্রিয় মাতৃভূমির নিয়ন্ত্রন ক্ষমতা যাক। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাকে অবশ্যই হতে হবে শিক্ষিত এবং  মনে -প্রানে একাত্তরের রাজাকারবিরোধী। কোন রকম অশিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত কিংবা রাজাকারদের সাথে আপোষকারী কারো হাতে যেন কক্ষনো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা না যায়। অনেক হয়েছে সহ্য করা , বিয়াল্লিশ বছর ধরে অনেক সহ্য করেছি আমরা - আর নয়। আমরা আর কখনও কোন অশিক্ষিত কিংবা রাজাকারের সাথে আপোষকারীকে আমাদের রাষ্ট্রক্ষমতায় দেখতে চাইনা। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রেক্ষিতে ইতিহাসের অনেক দায়ভার শোধের পথে হাঁটছি আমরা - আর কখনও পিছিয়ে যেতে চাই না।
 

আমরা শিক্ষিত এবং ৭১ এর রাজাকার বিরোধী প্রধানমন্ত্রী চাই !নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ , প্রধানমন্ত্রী পদের জন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা অনার্স পাশ ...করা হোক। এবং সাধারন এমপিদের জন্য এইচএসসি হোক নূন্যতম শিক্ষাগত যোগ্যতা। আজকে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে চূড়ান্তভাবে - জামাত আর নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ঘটনা হয়ে থাকুক ইতিহাসের মাইলফলক। আর কখনও দাঁড়িপাল্লা নামক ঘৃণ্য প্রতীকটি আমাদের নির্বাচনে দেখতে হবে না , এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহনের প্রধান পূর্বশর্ত হোক রাজাকারদের ঘৃণা করা এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকা।

আমরা বাংলাদেশের মানুষ , আমরা শান্তিতে বাঁচতে চাই। আমরা চাই না এমন কোন রাজনৈতিক দল থাকুক যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়। আমরা চাইনা ত্রিশ লাখ শহীদের রক্তের দামে লেখা সংবিধানের উপর কোন যুদ্ধাপরাধীর দোসরের বিন্দুমাত্র অধিকার থাকুক। আমরা আর কোন মনিরের লাশ দেখতে চাই না। বাংলাদেশে সুস্থ - সুন্দর রাজনীতির বিকাশ দেখতে চাই। মহান জাতীয় সংসদে আর কখনও যেন অশিক্ষিত বা রাজাকারপ্রেমি কেউ প্রবেশ করতে না পারে। শিক্ষিত এবং রাজাকারবিরোধী প্রধানমন্ত্রী চাই , শিক্ষিত এবং রাজাকারবিরোধী সংসদ সদস্য চাই। সংসদ হোক সকল আলোচনার স্থান , রাজপথ নয়। সংসদে হোক বিতর্ক , কোন অশালীন ভাষার ব্যবহার নয়।

আর নয় পেছন ফেরা...
খুলে দাও সব জানালা...
একটা নতুন শুরু , আজ যে বড় প্রয়োজন ...
পিছনের বেড়াজাল ছিন্ন করে , এসো সবাই প্রদীপ জ্বালি ঘরে ঘরে...
জাগো বাঙালি জাগো , বলে দাও মনের কথা...
ছিঁড়ে ফেল সব শেকল তোমার , ভেঙ্গে ফেল সব বাধা।।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন