প্রতিটা দিন নতুন নতুন সম্ভাবনা নিয়ে হাজির হয় ... নতুন নতুন প্রতিযোগিতা , নতুন নতুন সংবাদ । প্রতিটা সূর্যোদয় আর সূর্যাস্তের মাঝে লেখা হয় জীবনের অনেক ইতিহাস ... বাংলাদেশের নরম পলিমাটির বুকে মাটির মানুষের পথ চলা.....। প্রতিটা দিনের সূচনা একটা আশা নিয়ে - হয়ত আজই পাব সুখবর ... ধাপে ধাপে প্রত্যেকদিন একটু একটু করে স্বপ্নের রাজাকারমুক্ত বাংলাদেশ আমাদের হাতে এসে ধরা দিচ্ছে প্রতিনিয়ত ... গতকাল পূর্ণাঙ্গ রায়... লেখা শেষ হল, কিছুক্ষন আগে সমকাল অনলাইন নিউজে দেখলাম রায় আগামী তিনদিনের মধ্যেই প্রকাশ হতে যাচ্ছে ... এরপর আর কি - দিন গণনা শুরু ... এই রায় কার্যকরে জেল কোড মানে ২১ থেকে ২৮ দিনের হিসাব নাকি কার্যকর হবে না শুনছি - তাহলে তো এবারের বিজয় দিবসের মধ্যেই কসাই এর ফাসি কার্যকরের আশাটুকু আমরা করতেই পারি , নাকি ???
সেজন্যই বলি প্রতিটা দিন নতুন নতুন সম্ভাবনার সূচনা ...। শাহবাগ জেগে আছে , শাহবাগ ঘুমায় না। শাহবাগ প্রজন্ম চত্বরের সেই গনজাগরনে যখন গিয়েছিলাম প্রথম , তখন কি কল্পনা করতে পেরেছিলাম নয় মাস পরে একদিন ফাসি কার্যকরের এত কাছাকাছি চলে আসব আমরা ? কিন্তু হ্যা , আমরা পেরেছি। এ প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি , রাজাকার রাও এ প্রজন্মের যুদ্ধ দেখেনি , দেখিয়ে দেয়ার এখনি সময়...। প্রজন্ম চত্বরের সেই ব্যানারে লেখা কথাগুলো বাস্তবে পরিণত করার জন্যই শাহবাগ প্রজন্ম চত্বর জেগে আছে , জেগে থাকবে। প্রজন্ম চত্বর জেগে আছে সারা বিশ্বের বাঙ্গালিকে একটি অন্যরকম বিজয় আনন্দ উপহার দেয়ার জন্য ... কাদের কসাই এর ফাসি উপহার দেয়ার জন্য। এবারের 'বিজয় ২০১৩' - বিশ্বজুড়ে বাংলার বিজয় ছড়িয়ে যাবে সারা বিশ্বে। সারা পৃথিবী অবাক হয়ে দেখবে বাঙালি জ্বলে - পুড়ে - মরে ছারখার তবু মাথা নোয়াবার নয় ...।
আসছে বিজয়ের মাস ডিসেম্বর। মহান এই বিজয়ের মাসে কার্যকর হোক ঘৃণ্য রাজাকার কসাই কাদেরের ফাসি। ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া আন্দোলন পূর্ণতা পাক বিজয়ের মাস ডিসেম্বরে এসে ...। স্বপ্ন পূরণ হোক বাঙ্গালির , বিয়াল্লিশ বছরের কলঙ্কের অবসান ঘটুক প্রিয় মাতৃভূমি বাংলাদেশের। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের মত করে অমর হয়ে থাক ২০১৩ সালের ডিসেম্বর মাসও ...। এক ই প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই এর বিজয়চিহ্ন ধারক হয়ে বেচে থাকুক বাংলাদেশ ... বেঁচে থাকুক রক্তে ভেজা ইতিহাসের পাতা ... জেগে থাকুক শাহবাগ প্রজন্ম চত্বর।
জয় বাংলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন