কথা হইল এই নিউজটা দেখে চুপ করে কতক্ষন নিউজটার দিকে তাকায় ছিলাম। আগামী কয়েকদিনের মধ্যে নাকি কাদের কসাই এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে - সত্য মিথ্যা জানি না ভাই , খবর আমি দেই নাই - মানবজমিনে দিয়েছে। যে বিচারক মহাশয়ের রায় লিখতে দেরি হচ্ছিল ওনার হয়ত সুমতি হয়েছে। যাই হোক , মানবজমিনের খবর অনুযায়ী রায় প্রকাশের পর রিভিউ দায়ের করতে পারবে কি না পারবে তা নিয়ে বিতর্ক আছে। কিন্তু সমস্ত আইনি প্রক্রিয়া নভেম্বরের মধ...্যেই শেষ হচ্ছে।
"জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায় আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ হতে পারে। রায় প্রকাশের পরপরই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে, না তাকে রিভিউ দায়েরের সুযোগ দেয়া হবে তা স্পষ্ট নয়। এরআগে সরকারের আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউির কোন সুযোগ নেই। অন্যদিকে, কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাবি, সংবিধান অনুযায়ী কাদের মোল্লার রিভিউ দায়েরর সুযোগ রয়েছে।
রায় প্রকাশের ৩০ দিনের মধ্যেই এ রিভিউ দায়ের করার কথা জানান তিনি। সরকারের একটি সূত্রে জানা গেছে, বিতর্ক এড়াতে কাদের মোল্লাকে রিভিউ আবেদন দায়েরের সুযোগ দেয়া হতে পারে। তবে পুরো আইনী প্রক্রিয়াই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। জামায়াতের নীতি নির্ধারকরাও কাদের মোল্লার মামলার রায় কার্যকরের দিকে খেয়াল রাখছেন। গত ১৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ মামলায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়।"
এইটা হল মানবজমিনের নিউজ। এখন কথা হল যা খুশি করেন , এবার বিজয় দিবসের আগে কাদের কসাই এর ফাঁসি কার্যকর চাই। এবারের বিজয় দিবস হোক কসাই কাদেরমুক্ত বাংলাদেশের প্রথম বিজয় দিবস। এই নিউজ দেখেই আনন্দে আর উত্তেজনায় আমার হাত কাঁপতেসে , কসাই এর ফাসি কার্যকর হয়েছে যেদিন শুনব সেদিন কি করব জানিনা। শুধু এইটুক জানি যে এই ফাসি টা হবে আমাদের প্রজন্মের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিয়াল্লিশ বছরের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা ত্রিশ লাখ শহীদের রক্তের ঋণ কখনও শোধ করতে পারব না , কিন্তু এখনও ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের হাত ধরে বলতে পারব আমরা পেরেছি। একাত্তরের দিনগুলি বুকে নিয়ে বলতে পারব মা আমরা পেরেছি।
সেই সোনালি দিনটির অপেক্ষায় , যেদিন সব অপেক্ষার অবসান ঘটবে। যেদিন শাহবাগ প্রজন্ম চত্বরে বিজয় মিছিল করতে পারব কাদের কসাই এর ফাঁসির আনন্দে। আর একবার আশায় বুক বাঁধছি , ২০১৩ সালের বিজয় দিবস কসাইমুক্ত বাংলাদেশে করার আশায়। আশা করি আর নিরাশ হতে হবে না। মানবজমিনের নিউজ লিঙ্ক - http://mzamin.com/ details.php?nid=Nzg3MDk%3D&ty=M A%3D%3D&s=MzY%3D&c=MQ%3D%3D
মনে রাখতে হবে , কসাই এর কবর কিন্তু স্বাধীন বাংলার মাটিতে হতে দেয়া যাবে না। রাজাকারের ফাসি হবে , স্বাধীন বাংলার মাটিতে -রাজাকারের কবর হবে , পাকিস্তানের মাটিতে।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হো্ক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।
"জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায় আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশ হতে পারে। রায় প্রকাশের পরপরই কাদের মোল্লার ফাঁসি কার্যকর হবে, না তাকে রিভিউ দায়েরের সুযোগ দেয়া হবে তা স্পষ্ট নয়। এরআগে সরকারের আইন মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এবং এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউির কোন সুযোগ নেই। অন্যদিকে, কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাবি, সংবিধান অনুযায়ী কাদের মোল্লার রিভিউ দায়েরর সুযোগ রয়েছে।
রায় প্রকাশের ৩০ দিনের মধ্যেই এ রিভিউ দায়ের করার কথা জানান তিনি। সরকারের একটি সূত্রে জানা গেছে, বিতর্ক এড়াতে কাদের মোল্লাকে রিভিউ আবেদন দায়েরের সুযোগ দেয়া হতে পারে। তবে পুরো আইনী প্রক্রিয়াই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। জামায়াতের নীতি নির্ধারকরাও কাদের মোল্লার মামলার রায় কার্যকরের দিকে খেয়াল রাখছেন। গত ১৭ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যুদ্ধাপরাধ মামলায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়।"
এইটা হল মানবজমিনের নিউজ। এখন কথা হল যা খুশি করেন , এবার বিজয় দিবসের আগে কাদের কসাই এর ফাঁসি কার্যকর চাই। এবারের বিজয় দিবস হোক কসাই কাদেরমুক্ত বাংলাদেশের প্রথম বিজয় দিবস। এই নিউজ দেখেই আনন্দে আর উত্তেজনায় আমার হাত কাঁপতেসে , কসাই এর ফাসি কার্যকর হয়েছে যেদিন শুনব সেদিন কি করব জানিনা। শুধু এইটুক জানি যে এই ফাসি টা হবে আমাদের প্রজন্মের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিয়াল্লিশ বছরের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা ত্রিশ লাখ শহীদের রক্তের ঋণ কখনও শোধ করতে পারব না , কিন্তু এখনও ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে থাকা মুক্তিযোদ্ধাদের হাত ধরে বলতে পারব আমরা পেরেছি। একাত্তরের দিনগুলি বুকে নিয়ে বলতে পারব মা আমরা পেরেছি।
সেই সোনালি দিনটির অপেক্ষায় , যেদিন সব অপেক্ষার অবসান ঘটবে। যেদিন শাহবাগ প্রজন্ম চত্বরে বিজয় মিছিল করতে পারব কাদের কসাই এর ফাঁসির আনন্দে। আর একবার আশায় বুক বাঁধছি , ২০১৩ সালের বিজয় দিবস কসাইমুক্ত বাংলাদেশে করার আশায়। আশা করি আর নিরাশ হতে হবে না। মানবজমিনের নিউজ লিঙ্ক - http://mzamin.com/
মনে রাখতে হবে , কসাই এর কবর কিন্তু স্বাধীন বাংলার মাটিতে হতে দেয়া যাবে না। রাজাকারের ফাসি হবে , স্বাধীন বাংলার মাটিতে -রাজাকারের কবর হবে , পাকিস্তানের মাটিতে।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হো্ক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন