সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

কসাই কাদেরের ফাসি কার্যকর হতে আর কত দেরি ????

কাদের কসাই এর ফাঁসি চাই - সেই কবে থেকে এক ই দাবি জানাচ্ছি আমরা । এর মধ্যে আইন সংশোধন হল , রাষ্ট্রপক্ষের  আপিলের সুযোগ তৈরি হল , আপিল হল , কসাই এর ফাঁসির রায় ও হল - শেষে এসে এখন আটকে আছে একজন বিচারপতির রায় লিখা শেষ হয়নাই এজন্য। কেমন লাগে ? বাকি চার জন বিচারপতি লিখে শেষ করে ফেলতে পেরেছেন , আর ভিন্নমত পোষণকারী বিচারপতি কেবল গতকাল লিখা শুরু করলেন। কবে এই রায় লিখা শেষ হবে , কবে আপিল বিভাগে পৌঁছাবে , সেইখানে আবার যুক্তি - তর্ক হবে আপিল রিভিউ করতে পারবে কি পারবে না - এরপর কারাগারে পৌঁছাবে , এরপর রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য আরও সাত দিন , তারপর একুশ থেকে আটাশ দিনের মধ্যে ফাসি কার্যকর হবে।

ফাঁসির রায় তো সেপ্টেম্বরের সতের তারিখে হয়ে গেছে - দেড় মাস পার হয়ে গেলেও এখনও পূর্ণাঙ্গ রায় লিখা শেষ হয়নি। কাজেই নভেম্বরের প্রথম সপ্তাহে ফাঁসি কার্যকর হতে পারে বলে যে আশায় আমরা বুক বেঁধেছিলাম হয়ত সেই আশা আর সফল হচ্ছে না। তবুও বুকের ভেতর একটা ছোট্ট স্বপ্নকে বাঁচিয়ে রেখেছি আর তা হল - এই বছরের বিজয় দিবস অর্থাৎ ষোলই ডিসেম্বরের আগে অন্তত ফাঁসি টা কার্যকর হোক। অনেক কাজ বাকি আছে , জানি কিন্তু তাই বলে আরও দেড় মাস সময়ের মধ্যেও কার্যকর না হলে সেটা ঠিক মেনে নেয়া যায় না। এই কাদের কসাই এর ফাসির রায় বাঙ্গালির অর্জন , প্রজন্ম চত্বরের অর্জন। এই অর্জনকে আমরা বৃথা যেতে দেব না। সব প্রক্রিয়া দ্রুত শেষ করে কসাই এর ফাসি কার্যকর চাই। এবারের বিজয় দিবস হোক কসাই কাদের মুক্ত বিজয় দিবস।

আমাদের স্বপ্নগুলো পূরণ হয় , কিন্তু পূরণ হতে অনেক সময় নেয়। আমরা বাঙালি জাতি - জাতীয় ইতিহাসে আমাদের কোন দাবি ই আমাদের হাতে তুলে দিয়ে যায়নি কেউ , বার বার আমাদেরকে আদায় করে নিতে হয়েছে। রাজাকারের ফাসিও সেরকম ই একটা দাবি আদায়ের ইতিহাস। এই ইতিহাসের একটা সুন্দর বিজয় দেখতে চাই। দ্রুত কসাই এর ফাসির রায়টা কার্যকর দেখতে চাই। কোন একদিন সকালে উঠে দেখতে চাই গতকাল রাতে কসাই এর ফাসি হয়ে গেছে , লাশ কবর দিতে দেয়নি বাংলার জনতা। সত্যি এই খবর টা দেখার জন্য এখন অনেক আশা নিয়ে অপেক্ষা করে আছি। আর তো কিছুই চাইনা ওদের ফাঁসি দিয়ে দেন না.........।।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন