রাতের আকাশের অন্ধকার দূর করে ধীরে ধীরে পূর্ব দিগন্তে উদিত হয় নতুন সূর্য। পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা ছোট্ট সবুজ একটা দেশের মানচিত্র দেখে সে অবাক চোখে। কত সংগ্রামে , কত রক্তের দামে কেনা এদেশের প্রতি কণা মাটি ... আশ্চর্য আকুলতায় সূর্য দেখে এদেশের সংগ্রামী মানুষগুলোকে। বাংলাদেশ - অনেক ছোট একটা দেশ , কিন্তু অনেক বেশি প্রাণসম্পদে ভরপুর। এদেশের মানুষ লড়তে জানে , মরতে জানে , ...জীবন দিয়ে গড়তে জানে। প্রতি মুহূর্তে জীবনসংগ্রামে লিপ্ত থাকা এদেশের মানুষ শত অন্ধকার ভেদ করেও হাসতে পারে... অনেক সুখী এদেশের মানুষগুলো - জীবন কে এরা গড়ে নিতে জানে ....।
দিন শেষ হয় , অন্ধকার নেমে আসে। একসময় কালো চাদরে ঢাকা রাতের আকাশ ভেদ করে উঁকি দেয় রুপালি চাঁদ। চরাচর ব্যাপী জ্যোৎস্নাতে ছোট্ট বদ্বীপ বাংলাদেশটা একটা নতুন রুপে সেজে ওঠে। কোথাও সমুদ্রতীরে বসে জ্যোৎস্নাস্নান করে একাকী পাখি , কিংবা ইট - কাঠের খাঁচায় বন্দী তরুণী বারান্দা থেকে দেখে চন্দ্রালোকিত বাংলাদেশ। কোথাও যোদ্ধারা প্রস্তুতি নেয় নতুন কোন আক্রমনের , কোথাও সদ্য জন্ম নেয়া শিশুর আধো - আধো বুলি শুনে হাসে মা , জানালা দিয়ে চাঁদ দেখায় শিশুকে ...। আকাশের একফালি চাঁদ অবাক চোখে দেখে এদেশের শান্তিপ্রিয় শান্ত ছেলেদের , শত্রু এলে তারাই অস্ত্র হাতে তুলে নেয় ... প্রতিবাদের বহ্নিশিখা হয়ে ওঠে ...।
সূর্য আর চাঁদ জানে এদেশের সংগ্রামী মানুষের ইতিহাস। এদেশ ৫২ এর ভাষা আন্দোলন , ৬৯ এর গনঅভ্যুত্থান , ৭১ এর মুক্তিযুদ্ধের দেশ। এদেশ ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ বীরাঙ্গনার দেশ। এদেশ শহীদজননীর দেশ, এদেশ বঙ্গবন্ধুর দেশ। তাই ইতিহাসের ঘৃণ্য রাজাকার কসাই কাদেরের ফাসি না হওয়ায় যখন বিগ ব্যাং ঘটে শাহবাগ প্রজন্ম চত্বরে ... দূর আকাশের নক্ষত্র হয়ে জেগে থাকা ত্রিশ লাখ শহীদ তখন অভিনন্দন জানান এই বাংলাদেশকে। গোটা আকাশগঙ্গা অবাক হয়ে চেয়ে থাকে এই প্রজন্ম চত্বরের দিকে ... জোছনার দৃশ্য তখন আর চোখে পরে না , চোখে পরে দুর্জয় স্লোগান , চোখে পরে জাগ্রত ভোর , চোখে পরে আলোর মশাল , চোখে পরে জেগে থাকার প্রত্যয়...।
সেই মহাবিস্ফোরণ থেকে নতুন এক সংগ্রামের সূচনা , ত্রিশ লাখ শহীদের রক্তে স্বাধীন করা বাংলাদেশকে একাত্তরের হায়েনামুক্ত করার সংগ্রাম। আজ চন্দ্র - সূর্য আর কোমলতা নিয়ে হাজির হয়না ... আজ জোছনা আর ভালোবাসার , হাসি -খেলার স্মৃতি মনে করায় না। আজ সময় সুকঠিন সংগ্রামের , আজ সময় সুতীব্র প্রতীক্ষার , সময় দুর্জয় স্লোগানের। একদিন সকালের সূর্য উঠবে নতুন বার্তা নিয়ে - রাজাকারের ফাসি হয়েছে এই বার্তা নিয়ে। একদিন রাতের আকাশে চাঁদ উঠবে রাজাকারমুক্ত বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে। সেদিন থেমে থাকা সময় আবার চলতে শুরু করবে ... নীরব বিদগ্ধ সময় বইতে শুরু করবে বহমান ধারায়... একদিন রাত ১২ টায় ব্রেকিং নিউজ হবে - "কসাই কাদেরের ফাসি হয়েছে" ... একদিন শেষ হবে যুদ্ধটা , হতেই হবে। আমরা করব জয় একদিন...।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন