শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ...

১৯৫২ সাল - মায়ের মুখের ভাষার জন্য রাজপথে নেমে আসলো একদল তরুণ - তরুণী ... ১৪৪ ধারা ভেঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে জড়ো হতে থাকল বাংলা মাএর দামাল ছেলে -মেয়েরা। একসময় সেই জনজোয়ার পরাস্ত করল পাকিস্তানি পুলিশ কে ... রাজপথে নেমে এল ছাত্র - শিক্ষক - তরুণ - বৃদ্ধ - দাবি একটাই - "রাষ্ট্রভাষা বাংলা চাই" । বুকের রক্তে রাজপথ রাঙ্গালেন শহীদ রফিক - শফিক - বরক্ত -জব্বার -শফিউরেরা । রক্ত দিয়ে এনে দিল...েন মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার। সেই মহান বিপ্লবীদের নাম বাংলাদেশ ... সেই রাজপথের মিছিল - মীটিং - স্লোগানের নাম বাংলাদেশ ... ভাইএর রক্তমাখা শার্ট বুকে চেপে বোনের অঝোর কান্নার নাম বাংলাদেশ ...।

১৯৬৯ সাল - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছেন বাঙ্গালির মুক্তির সনদ ছয় দফা দাবি - পাকিস্তান সরকার এই ছয় দফাকে বিচ্ছিন্নতার ষড়যন্ত্র আখ্যা দিয়ে বাঙ্গালিকে অবদমিত করতে চাইছে - বঙ্গবন্ধু সহ আরও নেতা -কর্মীদের উপর চাপানো হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা । প্রতিবাদে মিছিলে উত্তাল রাজপথ - রক্তে আগুন ধরানো স্লোগান - "জেলের তালা ভাংব , শেখ মুজিব কে আনব ..." মিছিল এগিয়ে চলেছে ... পাকিস্তানি স্বৈরাচারের অত্যাচারের সিংহাসনে আগুন জ্বালিয়ে এগিয়ে যাচ্ছে মিছিল ... পুরো ঢাকাই তখন মিছিলের নগরী - হটাত বৃষ্টির পানির মত ছুটে আসে গুলি - দামাল ছেলেদের রক্তে রাঙ্গা হয় বাংলার রাজপথ ... শহীদ আসাদের রক্তমাখা শার্ট উড়তে থাকে বাংলার আকাশ - বাতাস রক্তে লাল করে দিয়ে ... সেই শহীদ আসাদের নাম বাংলাদেশ ...।

১৯৭১ সাল ... ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছেন "এবারের সংগ্রাম , আমাদের মুক্তির সংগ্রাম - এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম" । মিছিলের নগরী ঢাকা - সবার মুখে এক ই কথা - ছয় দফা নয় এক দফা - বাংলাদেশের স্বাধীনতা ...। বাঙ্গালির আন্দোলনের প্রবাদপুরুষ বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হল ... নির্বিচারে হত্যা করা হল বাঙ্গালিদের । প্রতিবাদে ফুসে উঠলো বাঙালি জাতি ... যার যা আছে তাই নিয়ে শত্রুর বিরুদ্ধে শুরু হল সংগ্রাম ... পুতুল খেলার হাতে অস্ত্র তুলে নিল বোন ... লাঙ্গল ফেলে রাইফেল কাধে নিলেন কৃষক ... হাতুরি ফেলে অস্ত্র হাতে নিলেন মজুর ... বই -খাতা -স্কুল -কলেজ ফেলে মুক্তিযুদ্ধে ছুটে গেল কিশোর - তরুন ...। সেই প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নাম বাংলাদেশ ... সেই জয় বাংলা কণ্ঠে অকুতোভয় কিশোর গেরিলার নাম বাংলাদেশ ... সেই বীরাঙ্গনা মা এর নাম বাংলাদেশ ...।

১৯৯২ সাল - একাত্তরে শহীদ গেরিলা মুক্তিযোদ্ধা রুমীর মা জাহানারা ইমাম জন্ম দিলেন রাজাকারবিরোধী আন্দোলনের। স্বাধীন বাংলার মাটিতে রাজাকারের দম্ভ মেনে নেয়া যাবে না - গোলাম আজম এর নাগরিকত্ব মেনে নেয়া যায় না ... মা জাহানারা ইমাম জন্ম দিলেন "একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি" । গড়ে তুললেন গনআদালত ... গনআদালতের গনরায়ে রাজাকার কম্যান্ডার গোলাম আজমের রায়টা ছিল ফাসির ... আজ মা জাহানারা ইমাম আমাদের সবার মা ... মা আমাদের জন্য রেখে গেছেন একাত্তরের দিনগুলি ...জানিয়ে গেছেন সেই রক্তঝরা দিনের ইতিহাস...। শত বাধা এবং প্রতিকুল পরিবেশের মধ্যেও জেগে থাকা এই মা এর নাম বাংলাদেশ... শহীদ রুমীর রক্তে , ত্রিশ লাখ শহীদের রক্তে স্বাধীন করা বাংলাদেশ...।

২০১৩ সাল ... বাংলাদেশের স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে আবার একতাবদ্ধ বাংলার তরুন সমাজ ... একাত্তরের হায়েনাদের ফাসি হয়নি... এই ক্ষোভ থেকে জন্ম নিল নতুন বিপ্লব ... নতুন আশা যার নাম শাহবাগ প্রজন্ম চত্বর। সেই এক ই প্রতিপক্ষ , এক ই স্লোগান -" তোমার আমার ঠিকানা , পদ্মা -মেঘনা - যমুনা" ...আবার ঐক্যবদ্ধ বাঙালি জাতি ...একটাই দাবি , ফাসি - ফাসি ... অন্য কোন শাস্তি নাই... ফাসি ছাড়া বিচার নাই...। আবার একাত্তর ...আবার রক্তঝরা রাজপথ ... কত আন্দোলনকারীর রক্ত, কত যোদ্ধার কত ত্যাগের স্মৃতি যে জড়িয়ে আছে শাহবাগ আন্দোলনের সাথে তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই ...। সেই উত্তাল শাহবাগ প্রজন্ম চত্বরে জয় বাংলা স্লোগানে জাগ্রত জনতার নাম বাংলাদেশ ...। পারিবারিক শৃঙ্খল তুচ্ছ করে প্রজন্ম চত্বরের মিছিলে ছুটে আসা কিশোরীর নাম বাংলাদেশ... প্রেমিক নব্য রাজাকার জেনে প্রেম ভেঙ্গে দিয়ে শাহবাগে ছুটে আসা তরুণীর নাম বাংলাদেশ......।

সেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিজয়উৎসবে আবার একসাথে মাতবে বাঙালি জাতি ... ১৬ ই ডিসেম্বর ২০১৩ তারিখে সারা পৃথিবীর যেখানে বাঙালি আছে সেখানেই ছড়িয়ে যাবে বিজয় উৎসব ২০১৩। শাহবাগ প্রজন্ম চত্বরের সাথে সারা বিশ্ব থেকে বাঙ্গালিরা মাতবে বিজয় উৎসবে ... বিকাল ৪ টা ৩১ মিনিটে ( পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় ) সারা পৃথিবীর যেখানে বাঙালি আছি আমরা এক হয়ে গাইব আমাদের রক্তে অর্জিত জাতীয় সঙ্গীত - "আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি ...।" কিশোরীর হাতে সুতায় বোনা সবুজ গ্রামের নাম বাংলাদেশ ...সবুজের মাঝে লাল -স্বপ্নের চেয়ে সুন্দর আমার সোনার বাংলাদেশ...।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় প্রজন্ম চত্বর। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন