বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

রাজাকারের ফাসি দ্রুত কার্যকর চাই , সব কলঙ্কের অবসান চাই...।

আসছে বিজয়ের মাস ডিসেম্বর - আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে গণজাগরণ মঞ্চ দিনব্যাপী ‘বিজয় উৎসব ২০১৩’ পালন করবে। ওই দিন বিকাল ৪টা ৩১ মিনিটে (পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময়) সারাদেশ এবং বিশ্বব্যাপী যেখানে বাঙালি আছে সবাই মিলে একসঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন দেশীয় সাংস্কৃতিক পরিবেশনা এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিকালে ‘কনসা...র্ট ফর বাংলাদেশ’ এর আদলে বিদেশি বন্ধুদের অংশগ্রহণে বিদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
 

দুপুরে পরীক্ষা দিতে যাওয়ার আগে শুনে গেলাম যে আজকে কসাই কাদেরের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে। কিন্তু এসে জানতে পারলাম যে আজকে রায় প্রকাশ হয়নি। এই কসাই এর রায় নিয়ে কত জল্পনা - কল্পনা আমাদের , তাইনা ? কবে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে , কবে আমরা ফাসির জন্য কাউন্টডাউন শুরু করব - ৩০ দিন , ২৯ দিন , ২৮ দিন করতে করতে একদিন জিরো আওয়ারে এসে ঠেকবে সময়ের কাঁটা - কাদের কসাই এর ফাসি হবে , বাংলাদেশ হবে কলঙ্কমুক্ত - সেই সোনালি মুহূর্তের অপেক্ষায় প্রতি মুহূর্তে ... প্রতিটা পদক্ষেপে...।
 

একটা খবর দেখে লজ্জায় কাঁদতে ইচ্ছা করছে - মুক্তিযোদ্ধা আকবর আলী চলে গেলেন , চলে গেলেন তাঁরই স্বাধীন করা বাংলাদেশে নুন্যতম চিকিৎসা সেবাটুকু যথাসময়ে না পেয়ে। শেষ মুহূর্তে অনলাইনের অনেক সহযোদ্ধাই চেষ্টা করেছিলেন - তাঁদের স্যালুট জানাই - ইচ্ছা ছিল কলেজ থেকে এসে সেই সহযোদ্ধাদের সাথে যোগাযোগ করব - ওনাকে একবার হলেও দেখতে যাব - কিন্তু মুক্তিযোদ্ধা বাবা আকবর আলী চলে গেলেন তার অনেক আগেই। এই বাংলাদেশের প্রত্যেক মুক্তিযোদ্ধা আমার বাবা , প্রত্যেক বীরাঙ্গনা আমার মা - একজন বাবাকে আমরা বাঁচাতে পারলাম না ....
 

এবারের বিজয় দিবস হোক সবরকম কলঙ্কমুক্তির , এবারের বিজয় দিবসের আগেই কার্যকর হোক কসাই কাদেরের রায় ...এবারের বিজয় দিবস স্মরণীয় হয়ে থাক সারা পৃথিবীর বাঙালি জাতির কলঙ্কমুক্তির বিজয় দিবস হিসেবে - ১৬ ই ডিসেম্বরের আগেই কার্যকর চাই কাদের কসাই এর ফাঁসি।
 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন