সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

১৩ নভেম্বর গণজাগরণ মঞ্চের আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারনে 'মুক্ত আলোচনা'

শাহবাগ প্রজন্ম চত্বর আমার , আপনার আমাদের সবার। প্রাণের শাহবাগ আবার ডাকছে আমাদেরকে। জাগরণের আলোয় রাজাকারের ফাসির দাবি নিয়ে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের ডাকে সাড়া না দিয়ে কি থাকা যায়? না, অন্তত আমি থাকতে পারি না। আর আমি জানি শাহবাগ প্রজন্ম চত্বরে যারা অন্তর থেকে রাজাকারের ফাসির দাবি জানাতে যান , সব বাধা অতিক্রম করে তারাই এখনও বারবার ছুটে আসেন শাহবাগের ডাকে। যাদের ছবি তোলার দরকার ছিল তারা অনেক আগেই চলে গেছ...ে , যারা বিখ্যাত হবার জন্য এসেছিল তারা আন্দোলনের নিজস্ব গতিতেই চলতে পারেনি , পেছনে পরে গেছে। শাহবাগ প্রজন্ম চত্বর এখন আমাদের বিশুদ্ধ চেতনার নাম - সব দ্বিধার ঊর্ধ্বে উঠে রাজাকারের ফাসি চাওয়ার আন্দোলনের নাম।
 

আমাদের মনে রাখতে হবে শাহবাগে আমরা যাই শহীদজননী মা জাহানারা ইমামের স্বপ্ন সফল করতে। কাজেই কোন যুক্তিতেই আমরা পিছিয়ে আসতে পারি না দাবি আদায় না হওয়া পর্যন্ত - আমাদের বাংলাদেশ , আমাদের বিবেক আমাদের সেই অধিকার দেয়নি। আর তাই শাহবাগের ডাকে বারবার আমরা ছুটে যাই প্রজন্ম চত্বরে , বারবার যাব। গণজাগরণ মঞ্চের আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আগামী ১৩ ই নভেম্বর , ২০১৩ তারিখে বিকাল ৩ টায় শাহবাগ প্রজন্ম চত্বরে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ উন্মুক্ত আলোচনায় শাহবাগ প্রজন্ম চত্বরের প্রত্যেকটা সৈনিকের অংশগ্রহন কাম্য।
 

মনে আছে তো প্রাণের দাবি -"এক দফা এক দাবি , রাজাকারের ফাসির দাবি।" আমরা কসাই কাদেরের ফাসির রায় পেয়েছি , সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ , সাকা , মইনুদ্দিন , আশরাফের ফাসির রায় পেয়েছি , জামাতের নিবন্ধন বাতিল হয়েছে - প্রাপ্তির তালিকাটা অনেক বড় এবং গর্ব করার মত। এখন চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের জেগে থাকতে হবে। রাজাকারের ফাসি কার্যকরের জন্য জেগে থাকতে হবে। তাই প্রজন্ম চত্বরের ডাকে , গণজাগরণ মঞ্চের ডাকে বারবার ছুটে যাব শাহবাগে।শাহবাগ জেগে আছে , শাহবাগ ঘুমায় না...
 

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় গণজাগরণ মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন