শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি ?

নির্বাচন , গণতন্ত্র , রাজনীতি - অনেক উচ্চ পর্যায়ের শব্দ এগুলো। এসব বোঝার জন্য আমাদের জন্ম হয়নি , আমাদের জন্ম হয়েছে এসবের বলি হওয়ার জন্য। এই ঘৃণ্য খেলায় খেলোয়াড় না হওয়াটাই অপরাধ , শীতের কাপড় কিনতে যাওয়া অপরাধ , জীবিকার তাগিদে রাস্তায় বের হওয়া অপরাধ। সবকিছুর মূল্য আছে - গণতন্ত্র , রাজনীতি সবকিছুর মূল্য আছে - মূল্যহীন শুধু মানুষ , মূল্যহীন শুধু মনির , নাহিদ , রবিন কিংবা বার্ন ইউনিটের আরও মানুষগুলো , ...মূল্যহীন শুধু মানুষের জীবন। অমূল্য গণতন্ত্রের দোহাই দিয়ে সবকিছুই সম্ভব - সম্ভব না শুধু কিছু সাধারন মানুষের জীবন রক্ষা করা। সম্ভব না শুধু রক্তের খেলা থামানো... সম্ভব না শুধু মানুষের জীবনের নিরাপত্তা ...।।

লেডী ম্যাকবেথ কিন্তু পারেনি হাত থেকে রক্তের দাগ মুছে ফেলতে। রক্তের দাগ শুকায় না ... সাধারন মানুষের রক্তের দাগ শুকায় না। মানুষের জীবনযাত্রা এভাবে স্তব্ধ করে দিয়ে কিসের গনতন্ত্র ? আজকে কলেজে টেস্ট পরীক্ষার খাতা দেখানোর কথা ছিল - সকালে কলেজে ফোন করলাম , জানলাম হরতাল - অবরোধ শেষ হবে , এরপর আবার কলেজ। এ কি অনির্দিষ্ট কালের জন্য ঘরে বন্দী থাকা ? কতদিন চলবে এই হরতাল -অবরোধ ? এই মানুষ পোড়ানোর মহোৎসবে কার কি লাভ? যত বেশি লাশ তত বড় রাজনীতি ? কোন অপরাধের শাস্তি পাচ্ছে এই মানুষগুলো ? বাংলাদেশে জন্ম নেয়ার অপরাধ ? রাজনীতির খেলোয়াড় না হওয়ার অপরাধ নাকি জন্মই আজন্ম পাপ ?

নমিনেশন , গনতন্ত্র , রাজনীতি , নির্বাচন এত কঠিন ভারী ভারী শব্দ ভেদ করে একটা প্রশ্নই মনে জাগে আর তা হল - " কাদের কসাই এর পূর্ণাঙ্গ রায়টা কি প্রকাশ হবে না আর ? কসাই এর ফাসি টা কি হবে নাকি নির্বাচনী গনতন্ত্র উদ্ধারের মহাসমরের মাঝে হারিয়ে যাবে ?" মাননীয় বিচারক , মাননীয় সুপ্রিম কোর্ট চোখ খুলে তাকান - তাকিয়ে দেখুন আপনাদের একটা রায় ঘোষণার জন্য ,একটি ফাসি কার্যকরের জন্য উন্মুখ হয়ে আছে শাহবাগ প্রজন্ম চত্বর , উন্মুখ হয়ে আছে সারা বাংলাদেশ। এত ধ্বংসের খবরের মাঝে বাঙ্গালিকে একটা ভাল খবর উপহার দেয়ার সামর্থ্য আছে আপনাদেরই। আমাদের অন্তরে এখনও প্রজন্ম চত্বরের স্লোগান , রাজাকারের ফাসির দাবি - আমরা তো এই দাবি ভুলতে পারছি না। সবশেষে একটা কথাই বলতে হয় -"রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি ?"

জয় বাংলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন