রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

চিরদিন এই স্মৃতি রবে অম্লান...

১৬ ই ডিসেম্বর , ১৯৭১ - বাঙ্গালির মহাকাব্যক বিজয়ের পর , বাংলাদেশ নামক স্বাধীন দেশ টার জন্মের পর থেকেই স্বাধীনতাবিরোধী অপশক্তি নতুন চক্রান্ত করতে শুরু করল ছোট্ট সবুজ এই দেশ টার বিরুদ্ধে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত একটা দেশ কে একটু একটু করে গড়ে তুলছেন , ঠিক তখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আঘাত হানল এই ঘাতকদল। সপরিবারে হত্যা করা হল জাতির পিতাকে, কারাগারে বন্দী করা হল জ...াতীয় চার নেতা - সৈয়দ নজরুল ইসলাম , তাজউদ্দিন আহমেদ , এ এইচ এম কামরুজ্জামান , এম মনসুর আলীকে। মুক্তিযুদ্ধের নয়টি মাস ধরে এই বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন তাঁরা , বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন ,অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন - আর সেই বাংলাদেশের ই কিছু অকৃতজ্ঞ মানুষ সদৃশ প্রাণী এই জাতীয় চার নেতার উপর আঘাত হানল - আঘাত হানবে নাই বা কেন? এই সূর্য সন্তানেরা বেঁচে থাকলে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করবে কিভাবে? দেশটাকে বিধ্বস্ত করার ষড়যন্ত্র ।

৩ নভেম্বর , ১৯৭৫ তারিখের রাতে ঢাকা সেন্ট্রাল জেলে জাতীয় চার নেতাকে গুলি করে হত্যা করে সেই ১৫ ই আগস্টে বঙ্গবন্ধুর খুনিরাই।সেই রাতেই , হত্যার মাত্র কয়েক ঘণ্টা পরেই বঙ্গবন্ধু হত্যা এবং জাতীয় চার নেতা হত্যার সাথে জড়িত সব মেজর এবং কর্নেল দের কে সপরিবারে ব্যাংকক চলে যাওয়ার অনুমতি দেয়া হয়। এভাবে মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধী অপশক্তি একে একে খুন করে বঙ্গবন্ধু , জাতীয় চার নেতা , মেজর খালেদ মোশাররফ - একাত্তরের রনাঙ্গনের অসঙ্খ্য বীরকে। এই খুনের সাক্ষী হয়ে থাকে, এই সূর্যসন্তানদের রক্তে ভিজে ওঠে ত্রিশ লাখ শহীদের রক্তস্নাত বাংলার মাটি। একদিন এদেরকে বিচারের আওতায় আনা হয় - ফাঁসি হয় এই খুনিদের। একইভাবে দ্রুত ফাঁসি কার্যকর চাই ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি - জেনে নিক দুর্বৃত্ত। কোন খুনি রাজাকার -আলবদর -স্বাধীনতা বিরোধী অপশক্তির ঠাই এই বাংলার মাটিতে হবে না। বঙ্গবন্ধু , জাতীয় চার নেতা , ত্রিশ লাখ শহীদ , দুই লাখ বীরাঙ্গনার রক্তের ঋণ আমাদের চিরকাল ঋণী করে রাখবে। আমাদেরকে বার বার মনে করিয়ে দেবে -অনেক রক্তের দামে পাওয়া এই স্বাধীনতা - জীবন দিয়ে হলেও এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু। জয় প্রজন্ম , জয় শহীদজননী , জয় শাহবাগ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন