রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

সারা বাংলা থেকে এক সুরে রব ওঠে - " জয় বাংলা ...। "

সারা বাংলা থেকে এক সুরে রব ওঠে - " জয় বাংলা ...। "

পরিবারের সবার বাধ্য ছেলেটি আজ কি এক ভালোবাসার টানে ঘর ছেড়েছে ,
সবচেয়ে আদরের মেয়েটি আজ অন্তরে কিসের যেন তাগিদ অনুভব করছে !
এ কি ? সে তো একা নয় ! এ তাগিদ , এ ভালোবাসার টান তো তার একার নয়
লাখ লাখ ছেলেমেয়ের চোখে - মুখে এ কি অদ্ভুত উত্তেজনা !

...এ কি অকল্পনীয় জাগরন বাংলার বুকে ? এ কি অদ্ভুত ভালোবাসা !
এক নিমিষে তুচ্ছ হয়ে গেল কলেজ , বন্ধু - বান্ধব , পরিবার সবকিছু
এক হৃদয় জ্বালানো স্লোগানের কাছে হার মানল এতদিনের সব বন্ধন ।
সে স্লোগানের নাম "জয় বাংলা " , সে পরিচয়ের নাম "বাঙালি "।

কি এদের পরিচয় ? নাহ , আজ এরা আসে নি কোন রাজনৈতিক দলের মিছিলে
আজ এরা আসে নি কোন ভুয়া প্রতিশ্রুতি ভরা নির্বাচনী সমাবেশে
আজ এরা কোন দলের প্রতি ভালোবাসায় ঘর ছাড়ে নি
আজ বাংলার প্রজন্ম নিজেদের হৃদয়ের ডাক শুনতে পেয়েছে
আজ সব প্রলোভনকে তুচ্ছ করে তারা ছুটে এসেছে শাহবাগের মোহনায়
বাংলাদেশের লাল - সবুজ পতাকা হাতে , অন্তরে জাতীয় সঙ্গীত
চোখে - মুখে কি এক দুর্বার প্রতিশোধের আগুন !
দেশ মা এর ধর্ষণ কারীদের প্রতিশোধ আজ সে নিয়েই ছাড়বে
ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা তাকে যে নিতেই হবে আজ !
সে বদলা নেয়ার আগে মেয়েটির কোন অধিকার নেই থেমে যাওয়ার
ছেলেটির কোন অধিকার নেই প্রিয়ার সজল চাহনির দিকে তাকানোর
স্বাধীন বাংলায় কাদের কসাই এর হাতে বিজয়চিহ্ন !!!
এ লজ্জার ভার থেকে মুক্তি দিতেই হবে বাংলা মাকে
না হয় আগামী ইতিহাস যে কখনও ক্ষমা করবে না ছোট্ট সেই মেয়েটিকে !

এই মেয়েটিকে কেউ বলে "পতিতা " !এই ছেলেটিকে কেউ বলে "নষ্ট ছেলে "!
কত অপবাদ , কত বাধা , কত কাঁটা বিছানো তাদের পথ !
কিন্তু শাহবাগের এই তরুনেরা জানে তাদের লক্ষ্য কি ।
সূর্যতরুণদের এই জয়যাত্রা রোধ করতে পারে এমন শক্তি নেই , মহাশয় !
তাই হাতে হাত ধরে এগিয়ে যায় সেই অগ্রযাত্রার তরুন পথিকেরা
শাহবাগ চত্বর থেকে , বাংলাদেশের হৃদয় থেকে তারা ছড়িয়ে পরে সারা দেশে
একদিন শাহবাগের সেই আলো ছড়িয়ে যায় বাংলার প্রতি প্রানে
সারা বাংলা থেকে এক সুরে রব ওঠে - " জয় বাংলা ...। "


জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন