সবাই জানে শুধু গরিবের উপর চড়াও হতেই । বড় লোকদের সাত খুন মাফ । তারা অবৈধ ভাবে রানা প্লাজা বানাইলেও কোন সমস্যা নাই , সেই অবৈধ ভবনে শ্রমিক দের দিয়ে জোর করে কাজ করাইলেও কোন সমস্যা নাই - সমস্যা শুধু গরিব মানুষেরা ছবির হাটে কয়েকটা চা এর দোকান নিয়...ে বসলে ? গোলাম আজম কে তো বঙ্গবন্ধু মেডিক্যালে জনগনের টাকায় আদর - যত্নে রাখবে , ঈদের পর কার কার যেন ফাসির রায় দেয়ার কথা ছিল , কার কার যেন ফাঁসি হওয়ার কথা ছিল , কোনটার ই কোন খবর নাই - সবাই এখন নির্বাচনী প্রচারনা নিয়ে ব্যাস্ত ।
আচ্ছা , নির্বাচনী প্রচারনা চালাবেন , সভা - সমাবেশ করবেন খুব ভাল কথা , কিন্তু সেজন্য ছবির হাট থেকে চা এর দোকান উচ্ছেদ করতে হবে ? কই , রানা প্লাজা ও তো অবৈধ ছিল , সেটার জন্য কোনোদিন কারও কোন সমস্যা হয় নাই। রাজাকারের ফাঁসির কিন্তু শুধু রায় হয়েছে কয়েকজনের , এখনও একজনের ফাঁসিও কিন্তু কার্যকর হয়নাই । এজন্য আমি শাহবাগ কে বা গনজাগরন মঞ্চ কে দোষ দেওয়া বিন্দুমাত্র সাপোর্ট করি না । কারন শাহবাগ , গনজাগরন মঞ্চ এর দায়িত্ব হল দাবি জানানো - দিনের পর দিন , রাতের পর রাত আমরা গনজাগরন মঞ্চে গিয়েছি , দাবি জানিয়েছি সব রাজাকারের ফাঁসির । আমাদের আন্দোলনের জন্যই কিন্তু আইনে সংশোধন এসেছে , রাষ্ট্র পক্ষের আপিলের সুযোগ তৈরি হয়েছে - সাইদি , কামরুজ্জামান , মুজাহিদের ফাসির রায় এসেছে । আমাদের এখন কার সবচেয়ে নির্মম বাস্তবতা হল , রাজাকারের ফাঁসির রায় বাস্তবায়নের সুযোগ আমাদের হাতে নেই । আমরা দাবি জানাচ্ছি , জানাব - কিন্তু রায় যাদের কার্যকর করার কথা তারা হয়ত রায় কার্যকরের ব্যপার টি পরবর্তী নির্বাচনে জেতার টোপ হিসেবে ব্যবহার করতে চাইবেন । আমরা দেশের সাধারন মানুষ , হীরা - জহরত চাই নি , শুধু রাজাকারের ফাসি চেয়েছি । খুব কি বড় কোন চাওয়া এটা যে পূরণের জন্য এত ঝামেলা ? আমাদের আসলেই আর কোন দাবি নাই , রাজাকারের ফাসি চাই । অন্তত একটা রাজাকারের ফাসি এই সরকারের এই মেয়াদের মধ্যে কার্যকর দেখতে চাই । আওয়ামী লীগের উপর এখনও বিশ্বাস আছে , তারা যাতে নিজেরা এই বিশ্বাস নষ্ট করে না দেয় । শত শত নির্বাচনী প্রচারনা , সভা - সমাবেশ এর চেয়ে বেশি কার্যকর হবে একটা রাজাকারের ফাসি কার্যকর করা । ফাঁসির রায় আর দরকার নাই , অন্তত একটা যুদ্ধাপরাধীর ফাঁসি দেখতে চাই । একবার , অন্তত একবার রাজাকারের ফাঁসি হয়েছে এই আনন্দে বিজয় মিছিল করতে চাই । অন্তত একটি রায় কার্যকর দেখতে চাই ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন