শাহবাগের সেই উত্তাল দিন গুলোর কথা মনে আছে ভাই ? মনে আছে ঐযে কি যেন একটা দাবিতে আমরা বাঙ্গালিরা সবাই এক হয়েছিলাম ? ৫ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তাল দিনগুলো কি ভুলে গেলেন ভাই ? ভুলে গেলেন রক্তে আগুন ধরানো সেই জয় বাংলা স্লোগান ? বাংলাদেশ একটা গনতান্ত্রিক দেশ , এখানে বিভিন্ন ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের মত বিরোধ থাকবেই , কিন্তু রাজাকারের ফাসির দাবি তো কোন নির্দিষ্ট দলের দাবি নয় , রাজাকারের ফাঁসির দাবি তো সারা বাংলার দাবি ।
মুক্তিযুদ্ধের ৪২ বছর পর আমরা সব বাঙ্গালিরা মিলে যে নব জাগরনের সৃষ্টি করেছিলাম তার সেই অমর শপথ কি আমরা ভুলে গেলাম ? আমাদের না কথা ছিল - একজন পতিতাও যদি বলে আমি রাজাকারের ফাসি চাই , তাহলে সেই পতিতাও রাজাকারের ফাসির দাবিতে আমাদের সহযোদ্ধা। তাহলে আজকে কেন আমরা রাজাকারের ফাসির দাবি বাদ দিয়ে বাম - ডান এর হিসাব করতে বসেছি ? আজকে কেন আমরা আওয়ামি লীগ - নন আওয়ামি লীগের হিসাব করতে বসেছি ? আজকে কেন আমরা কেউ রাজাকারের ফাসি চেয়ে লিখলে সে আওয়ামি লীগ এর পক্ষের না বিপক্ষের লোক এইসব হিসাব করতে বসি , কেন ? কেন ? কেন ? রাজাকারের ফাসির দাবিটা না আমাদের সবার দাবি ? তাইলে এ দাবিতে আমরা কেন কে কোন দল করে সেই হিসাব করতে বসব ? শাহবাগের সেই নব জাগরনের মূলে কিন্তু আমাদের মতই অনেক সাধারন মানুষ , সাধারন ব্লগার , সাধারন অনলাইন এক্টিভিস্ট রাই ছিলেন - কোন রাজনৈতিক দল কিন্তু আমাদের কে শাহবাগ তৈরি করে দেয়নি , আমরা নিজেরা তৈরি করেছি । শাহবাগ গনজাগরন মঞ্চ যদি সেদিন গড়ে না উঠত তাহলে হয়ত শহীদ জননী জাহানারা ইমাম এর স্বপ্ন কাদের কসাই এর বিজয় চিহ্নের মধ্য দিয়েই থেমে যেত । কিন্তু আমরা এটা হতে দেই নি । হ্যা , আমি গর্ব করে বলতে পারি আমরাই ছিলাম সেই যোদ্ধা রা যারা আন্দোলনের মাধ্যমে বাধ্য করেছি রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ তৈরি করতে , আমরাই সেই যোদ্ধা যারা দিন রাত শাহবাগে থেকে স্লোগান দিয়ে , মিছিল করে রাজপথ কাঁপিয়ে রেখেছি , আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফলশ্রুতি হল সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ এর ফাঁসির রায় ।আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফলশ্রুতি হল বীর মুক্তিযোদ্ধাদের একটু স্বস্তির নিঃশ্বাস , আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফল হল জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা , যাদের আন্দোলনের ফল হল যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল । গনমানুষের এই জাগরন যদি না থাকত তাহলে ঐযে বললাম , শহীদ জননীর যুদ্ধাপরাধী মুক্ত বাংলা গড়ার স্বপ্ন কাদের কসাই এর বিজয় চিহ্ন তেই ধুলিস্যাৎ হয়ে যেত । মাএর সেই অপমান মেনে নিতে পারব না বলেই ত সব দল - মতের ভেদাভেদ ভুলে আমরা এক হয়েছিলাম , তাই না ? তাহলে আজকে আসুন সহযোদ্ধাদের মধ্যে রাগারাগি , মতের অমিল , ভেদাভেদ সব ভুলে আমরা এক থাকি যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে। কাদের কসাই এর আপিল এর রায় কবে হবে আমরা জানি না , সাকার রায় নাকি দেয়ার কথা ছিল কবে , সেটার কি খবর কে জানে ? সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমাদের হাতে , শাহবাগের জাগ্রত জনতার হাতে রাজাকারের ফাসি দেয়ার ক্ষমতা নেই । কিন্তু রাজাকার দের বিরুদ্ধে , জামাত - শিবিরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার , প্রত্যেক ঘরে ঘরে জামাত - শিবির রাজাকার দের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার সামর্থ্য তো আমাদের আছে , নাকি ? আসুন একবার উচ্চারন করি আজকে - "আর কোন দাবি নাই , রাজাকারের ফাসি চাই " , "বীর বাঙ্গালি অস্ত্র ধর , রাজাকার নিধন কর " , "ক তে কাদের মোল্লা , তুই রাজাকার , তুই রাজাকার " , "গ তে গোলাম আজম , তুই রাজাকার , তুই রাজাকার " , "ক তে কামরুজ্জামান , তুই রাজাকার , তুই রাজাকার " , "স তে সাইদি , তুই রাজাকার , তুই রাজাকার " , " ন তে নিজামি , তুই রাজাকার , তুই রাজাকার " , "স তে সাকা চৌধুরী , তুই রাজাকার , তুই রাজাকার ", "একাত্তরের হাতিয়ার , গর্জে উঠুক আরেকবার " , "জয়.......বাংলা " । উত্তাল শাহবাগ কে আমাদের চেতনার মাঝে জাগিয়ে রাখার দায়িত্ব আমাদের ই । আসুন দল - মতের ভেদাভেদ ভুলে গিয়ে রাজাকারের ফাসির দাবিতে এক থাকি । অন্তরের তাগিদে চিৎকার করে জানিয়ে দেই - আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
মুক্তিযুদ্ধের ৪২ বছর পর আমরা সব বাঙ্গালিরা মিলে যে নব জাগরনের সৃষ্টি করেছিলাম তার সেই অমর শপথ কি আমরা ভুলে গেলাম ? আমাদের না কথা ছিল - একজন পতিতাও যদি বলে আমি রাজাকারের ফাসি চাই , তাহলে সেই পতিতাও রাজাকারের ফাসির দাবিতে আমাদের সহযোদ্ধা। তাহলে আজকে কেন আমরা রাজাকারের ফাসির দাবি বাদ দিয়ে বাম - ডান এর হিসাব করতে বসেছি ? আজকে কেন আমরা আওয়ামি লীগ - নন আওয়ামি লীগের হিসাব করতে বসেছি ? আজকে কেন আমরা কেউ রাজাকারের ফাসি চেয়ে লিখলে সে আওয়ামি লীগ এর পক্ষের না বিপক্ষের লোক এইসব হিসাব করতে বসি , কেন ? কেন ? কেন ? রাজাকারের ফাসির দাবিটা না আমাদের সবার দাবি ? তাইলে এ দাবিতে আমরা কেন কে কোন দল করে সেই হিসাব করতে বসব ? শাহবাগের সেই নব জাগরনের মূলে কিন্তু আমাদের মতই অনেক সাধারন মানুষ , সাধারন ব্লগার , সাধারন অনলাইন এক্টিভিস্ট রাই ছিলেন - কোন রাজনৈতিক দল কিন্তু আমাদের কে শাহবাগ তৈরি করে দেয়নি , আমরা নিজেরা তৈরি করেছি । শাহবাগ গনজাগরন মঞ্চ যদি সেদিন গড়ে না উঠত তাহলে হয়ত শহীদ জননী জাহানারা ইমাম এর স্বপ্ন কাদের কসাই এর বিজয় চিহ্নের মধ্য দিয়েই থেমে যেত । কিন্তু আমরা এটা হতে দেই নি । হ্যা , আমি গর্ব করে বলতে পারি আমরাই ছিলাম সেই যোদ্ধা রা যারা আন্দোলনের মাধ্যমে বাধ্য করেছি রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ তৈরি করতে , আমরাই সেই যোদ্ধা যারা দিন রাত শাহবাগে থেকে স্লোগান দিয়ে , মিছিল করে রাজপথ কাঁপিয়ে রেখেছি , আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফলশ্রুতি হল সাইদি , কামরুজ্জামান , মুজাহিদ এর ফাঁসির রায় ।আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফলশ্রুতি হল বীর মুক্তিযোদ্ধাদের একটু স্বস্তির নিঃশ্বাস , আমরাই সেই যোদ্ধা যাদের আন্দোলনের ফল হল জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা , যাদের আন্দোলনের ফল হল যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব বাতিল । গনমানুষের এই জাগরন যদি না থাকত তাহলে ঐযে বললাম , শহীদ জননীর যুদ্ধাপরাধী মুক্ত বাংলা গড়ার স্বপ্ন কাদের কসাই এর বিজয় চিহ্ন তেই ধুলিস্যাৎ হয়ে যেত । মাএর সেই অপমান মেনে নিতে পারব না বলেই ত সব দল - মতের ভেদাভেদ ভুলে আমরা এক হয়েছিলাম , তাই না ? তাহলে আজকে আসুন সহযোদ্ধাদের মধ্যে রাগারাগি , মতের অমিল , ভেদাভেদ সব ভুলে আমরা এক থাকি যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে। কাদের কসাই এর আপিল এর রায় কবে হবে আমরা জানি না , সাকার রায় নাকি দেয়ার কথা ছিল কবে , সেটার কি খবর কে জানে ? সবচেয়ে বড় ট্র্যাজেডি হল আমাদের হাতে , শাহবাগের জাগ্রত জনতার হাতে রাজাকারের ফাসি দেয়ার ক্ষমতা নেই । কিন্তু রাজাকার দের বিরুদ্ধে , জামাত - শিবিরের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার , প্রত্যেক ঘরে ঘরে জামাত - শিবির রাজাকার দের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার সামর্থ্য তো আমাদের আছে , নাকি ? আসুন একবার উচ্চারন করি আজকে - "আর কোন দাবি নাই , রাজাকারের ফাসি চাই " , "বীর বাঙ্গালি অস্ত্র ধর , রাজাকার নিধন কর " , "ক তে কাদের মোল্লা , তুই রাজাকার , তুই রাজাকার " , "গ তে গোলাম আজম , তুই রাজাকার , তুই রাজাকার " , "ক তে কামরুজ্জামান , তুই রাজাকার , তুই রাজাকার " , "স তে সাইদি , তুই রাজাকার , তুই রাজাকার " , " ন তে নিজামি , তুই রাজাকার , তুই রাজাকার " , "স তে সাকা চৌধুরী , তুই রাজাকার , তুই রাজাকার ", "একাত্তরের হাতিয়ার , গর্জে উঠুক আরেকবার " , "জয়.......বাংলা " । উত্তাল শাহবাগ কে আমাদের চেতনার মাঝে জাগিয়ে রাখার দায়িত্ব আমাদের ই । আসুন দল - মতের ভেদাভেদ ভুলে গিয়ে রাজাকারের ফাসির দাবিতে এক থাকি । অন্তরের তাগিদে চিৎকার করে জানিয়ে দেই - আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন