প্রতি মুহূর্তে কতই না কমপ্লেইন আমাদের ! দেশের এটা ভাল না , ওটা উন্নত না , রাস্তায় জ্যাম , শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী না , জামাত - শিবির নিষিদ্ধ হয় নাই - আর ও কত কমপ্লেইন , তাই না ? কিন্তু একবার কি সবাই ভেবে দেখেছেন আমরা নিজেদের অংশ টুকু ঠিক ...ভাবে করছি কিনা ? মা যত গরীব ই হোক না কেন , সে আমার মা । তেমনি দেশ টা যত গরীব ই হোক না কেন , যত সমস্যাই থাকুক না কেন , এটা তো আমাদের দেশ , আমাদের নিজেদের দেশ - বাংলাদেশ । আমেরিকা , লন্ডন এ গিয়ে হয়ত অনেক ভাল থাকতে পারবেন আপনি এর চেয়ে , কিন্তু সেখানে আপনি সেই দেশের কেউ নন , আপনি প্রবাসী , আপনি বিদেশী সেখানে । সেখানের আলো - বাতাসে আপনার প্রান শান্ত হবে না , কারন সেটা আপনার জন্মভূমি নয় , আপনার দেশ নয় সেটা । কাজেই বাংলাদেশ টাকে নিয়ে এত কমপ্লেইন করা বাদ দিয়ে আমরা কি নিজেরা নিজেদের দায়িত্ব টুকু আর একটু যত্ন করে পালন করতে পারি না ? আমরা জামাত নিষিদ্ধের কথা বলি , নিষিদ্ধ না হলে আন্দোলন করি - ভাবি যে জামাত নিষিদ্ধের উপায় তো আমাদের হাতে নেই । কে বলেছে নেই ? হয়ত অনেক সময়সাপেক্ষ , কিন্তু উপায় আছে । সেটি হল আমাদের প্রত্যেকের একই মূলমন্ত্র নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পরা - আর সেই মূলমন্ত্র হল - "আমাদের লক্ষ্য , আগামী প্রজন্মের একটা শিশু ও যাতে শিবির কর্মী না হয় । " কাজটা অনেক বড় , কিন্তু আমরা সবাই যদি ভাগ করে নেই তাহলে কাজটা অনেক সহজ । সচেতনতা গড়ে তুলতে হবে নিজ পরিবার থেকে , ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে । তাহলে আর কোন আইন , কোন রায় কিছু লাগবে না - দেশের প্রতিটা মানুষ যদি জামাত - শিবিরের ধর্ম ব্যবসার কথা জানতে পারে , তাহলে বাংলাদেশের মানুষের মন থেকেই জামাত - শিবির নিষিদ্ধ হয়ে যাবে । তাহলে ছোট্ট এই কাজটুকু করার দায়িত্ব কি আমরা স্বেচ্ছায় কাঁধে তুলে নিতে পারি না ? কাজটা তেমন কিছু নয় , শুধু নিজেদের আশেপাশে ধর্ম ব্যবসায়ী জামাত - শিবিরের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা । এইটুকু দায়িত্ব পালন থেকে আমরা যাতে কেউ মুখ ফিরিয়ে না থাকি । দেখুন , আমরা যদি না জাগি তাহলে কিভাবে সকাল হবে ?১৯৭১ সালে আমাদের অগ্রজেরা পেরেছিলেন , আজকে আমরাও পারব । প্রয়োজন দেশের প্রতি একটু ভালোবাসা , আর একটু সচেতনতা।মনে রাখতে হবে , "দেশটা তো আমাদের ই , আমরাই তো বাংলাদেশ !"
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন