বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩

আসছি ভোরের ডাকে , দুচোখ চেয়ে থাকে ......।

গত ৫ ফেব্রুয়ারি থেকে যখন শাহবাগে রাজাকার বিরোধী আন্দোলন , রাজাকারের ফাঁসির দাবিতে আন্দোলন শুরু হল , তখন কত মানুষের কত ই না অভিযোগ এই আন্দোলন নিয়ে । ৪২ বছর পর এই আন্দোলন শুরু করার মানে কি , বাংলাদেশে এক সময় রাজাকার রা মন্ত্রী হয়েছে , এই দেশে রাজাকারের ফাসি সম্ভব না , মোমবাতি জ্বালিয়ে আর স্লোগান দিয়ে বিপ্লব হবে না , শাহবাগে সব নষ্ট ছেলেমেয়ে , শাহবাগ নাস্তিক দের জায়গা , গনজাগরন মঞ্চ নাস্তিক দের মঞ্চ , আরও কত বাধা এই রাজাকার বিরোধী জাগরন টাকে বন্ধ করার জন্য । এরপর ও আমরা থামি নি , দিনের পর দিন , রাতের পর রাত শাহবাগে আমাদের অবস্থান চালিয়ে গেছি । আমাদের আন্দোলনের হাত ধরে এসেছে আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ তৈরি আর যার ফলাফল আজকে কাদের কসাই এর ফাঁসির রায় । এই রায় চূড়ান্ত , এর উপর আসামী পক্ষ আর কোন আপিল করতে পারবে না , এখন কাদের কসাই যা করতে পারবে তা হল মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা । কাজেই কাদের কসাই এর ফাসি যে স্বাধীন বাংলার মাটিতে হচ্ছে তা আমরা এখন নিশ্চিত । আর এই কৃতিত্ব কার ? আমাদের । আমরা যারা দিনের পর দিন , রাতের পর রাত শাহবাগে অবস্থান নিয়েছি , স্লোগান দিয়েছি , মানব বন্ধন করেছি , মোমবাতি জ্বালিয়েছি , চিঠি উড়িয়েছি - এই বিজয় আমাদের। এ বিজয় গণজাগরণ মঞ্চের ,যেই মঞ্চের প্রতিটা কাজের সমালোচনা না করলে কিছু মানুষের চোখে ঘুম আসে না। গতকাল শাহবাগের বিজয় মিছিলের আগে - পরে কারনে - অকারনে জয় বাংলা বলে  চিৎকার করে ওঠা আর আমাদের হাতে , সহযোদ্ধাদের হাতে , গণজাগরণ মঞ্চের হাতে , ইমরান এইচ সরকারের হাতে বিজয় চিহ্ন দেখার , বিজয় চিহ্ন দেখানোর সময় বুঝতে পেরেছিলাম আমরা পেরেছি । আমাদের অহিংস আন্দোলন পেরেছে কাদের কসাই এর হাতের বিজয় চিহ্ন কে পরাজিত করতে । হ্যা , আমাদের অহিংস আন্দোলন ই পেরেছে । জামাত -শিবির সহিংস হয়ে কি করতে পেরেছে ? পেরেছে কাদের কসাই এর ফাঁসি বন্ধ করতে ? পেরেছে সহিংস হয়ে আমাদের অহিংস আন্দোলনকে পরাজিত করতে ? আমরা বাঙালি , আমরা সহিংস না হয়েও কাদের কসাই এর চূড়ান্ত ফাঁসির রায় অর্জন করতে পারি , আমরা শাহবাগের তথাকথিত নষ্ট ছেলেমেয়ে- আমরা আমাদের স্লোগান , মানব বন্ধন আর অবস্থানের শক্তিতেই মুজাহিদ , কামরুজ্জামান , সাইদি রাজাকারের জন্য ফাসির রায় অর্জন করতে পারি । আমরা শহীদ দীপের অন্তরের স্লোগান কে বাস্তবে রুপ দিতে পারি । "এই পথে আজ জীবন দেব , রক্তের বদলা ফাসি নেব ।" -এই স্লোগান আমাদের সবার ই অন্তরের কথা । দীপ , রাজীব , জগৎজ্যোতি , জাফর মুন্সি ,তরিকুল ইসলাম শান্ত - ভাইয়েরা আমার তোমরা এবার একটু শান্তিতে ঘুমাও , দেখ তন্ময় , তুহিন , রুহুল আমিন , আরিফ নূরেরা এখনও জেগে আছে লাখ লাখ দীপ , রাজীব , জগৎজ্যোতি , জাফর মুন্সি , শান্ত হয়ে । তোমাদের আত্মদান বৃথা যায়নি , দেখ - তোমাদের রক্তের বদলায় আমরা ফাঁসি নিয়েছি । রাজাকারের ফাঁসি , কাদের কসাই এর ফাসি। এখন শুধু সেই সুন্দর ভোরটির অপেক্ষা - যেই ভোরে তোমাদের স্মৃতি বুকে নিয়ে তোমাদের প্রতি , ৩০ লাখ শহীদের প্রতি , ২ লাখ বীরাঙ্গনার প্রতি শ্রদ্ধাবনত হয়ে লাল - সবুজ শাড়ি পরে কাদের কসাই এর ফাসির আনন্দে গাইতে পারব - "আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি । "

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ , জয় গনজাগরন মঞ্চ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন