রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

প্রস্তুত থাকতে হবে আর ও অনেক রক্তক্ষরন শেষে "বিজয় " নামক রক্তিম সূর্যের উদয় এর জন্য।

রাজীব - দীপ - তুহিন - তন্ময় - রুহুল আমিন -গণজাগরণ মঞ্চের সংগঠন উদীচী নেতা আরিফ নূর কিছুদিন  আগে হামলার শিকার হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। আর কি বলব ? কিছু বলার নেই । মৃত্যুকে বরন করে নিয়েই আমাদের এই পথে আসা , আর... সেই শপথ কে সত্যি প্রমানিত করতেই যেন আমাদের সহযোদ্ধাদের উপর একের পর এক হামলা। আমি জানি এসবের কোন সমাধান নেই , আমি জানি এরকম একের পর এক সহযোদ্ধার উপর আক্রমন হতেই থাকবে যতদিন জামাত - শিবির নামক পাকিস্তানি কুকুর গুলা এই বাংলার মাটিতে থাকবে । কি আর করা ? বাঙালি তো প্রতিকূলের যাত্রী , ধ্বংস স্তূপে দাঁড়িয়েও আমরা স্বপ্ন দেখতে পারি , বলতে পারি - "আমার সোনার বাংলা , আমি তোমায় ভালোবাসি । " সেই গান ই গেয়ে যাব যতক্ষণ আমার পালা না আসে । রক্ত দিয়ে দেশ টা স্বাধীন হয়েছিল পাকিস্তানি হানাদার দের হাত থেকে , আর কত রক্ত না জানি দিতে হবে দেশটাকে সেই হানাদার দের দালাল থেকে মুক্ত করতে। একটা কথাই বলি , দেশ দ্রোহীদের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন দিতে কোন বাঙালি কখনও পিছপা হয়নি , হবেও না । বাঙালি রক্তদানের পুণ্য জানে , আর তাই শপথের কোলাহলে আত্মাকে সঁপে দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না । "স্বাধীন দেশ জীবিত গেরিলা দের চায়না , তার চাই শহীদ । দেশপ্রেমিক শহীদের রক্তে স্বদেশের পুণ্যভূমি প্লাবিত হলে তবেই আসে কাঙ্খিত মুক্তি " - রক্ত দিয়ে স্বদেশের পুণ্যভূমি প্লাবিত করে পরাধীনতার নাগপাশ থেকে বাংলা মা কে মুক্ত করার শপথ নিয়েই ১৯৭১ এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেছিলেন বীর মুক্তিযোদ্ধারা । আজ ৪২ বছর পর আমরা গনজাগরন মঞ্চে "জয় বাংলা " স্লোগান তুলেছি সেই এক ই শপথ নিয়ে । এ পথে অনেক বাধা , আর ও অনেক রক্ত ঝরবেই । আমাদের মনে রাখতে হবে মা জাহানারা ইমাম এর সেই অমর বানী - " এ আন্দোলনকে সুদূরের পথ পাড়ি দিতে হবে । আমি জানি জনগনের চেয়ে বিশ্বস্ত কেউ নেই । জয় আমাদের হবেই । " শহীদ জননীর বিশ্বাস রক্ষা করার জন্য আমাদেরকে অন্তর থেকে প্রস্তুত থাকতে হবে - প্রস্তুত থাকতে হবে আর ও অনেক রক্তক্ষরন শেষে "বিজয় " নামক রক্তিম সূর্যের উদয় এর জন্য।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন