আজকে আপনার মা কে কেউ অসম্মান করলে আপনি সহ্য করতে পারবেন ? তাহলে বাংলা মা এর অপমান কেমনে সহ্য করেন ? রাজাকার কারা জানেন? বাংলাদেশ যদি মা হয় তাহলে এই বাংলা মাকে ধর্ষণ করেছিল যারা তারা হল রাজাকার । বাংলা মা এর বুকে রক্তের বন্যা বইয়েছিল , নারী ...- পুরুষ , শিশু সন্তান -কাউকে এরা রেহাই দেয় নি । তারপর ও বাংলার বুকে এরা এখনো দাপট দেখিয়ে ঘুরে বেড়ায় । রাজাকারের গাড়িতে এখন ও বাংলার লাল- সবুজ পতাকা ওড়ে । রাজাকার , খুনি , ধর্ষক রা স্বাধীন বাংলাদেশ এ বিজয় চিহ্ন দেখায় । অন্যদিকে ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা নিজের রক্ত বিক্রি করে , মুক্তিযোদ্ধা সনদপত্র বিক্রি করে জিবিকা চালান...।
এটাই কি আমাদের কাঙ্খিত বাংলাদেশ ছিল ? পাকিস্তানি দের হাত থেকে স্বাধীন হয়েছিলাম কি চোখের সামনে সেই স্বাধীনতার সৈনিক দের কষ্ট চেপে রেখে মারা যেতে দেখার জন্য আর রাজাকারের উল্লাস দেখার জন্য । আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নি । রাজাকার রাও আমাদের যুদ্ধ দেখে নি । দেখিয়ে দেয়ার এখনি সময় । সব রাজাকারের ফাঁসি কার্যকর হলে মুক্তিযোদ্ধা দের হাত ধরে আমরা হয়ত বলতে পারব -" আমরা তোমাদের ভুলি নি । এই দেখ , ওদের শাস্তি এই বাংলার মাটিতে হয়েছে । " কিন্তু সেই শুভ দিন কবে আসবে ?
আমরা বাঙালি হয়ে বাংলা মা এর অপমান সহ্য করতে পারি না । ৫ ফেব্রুয়ারি আমরা সাধারন মানুষ শাহবাগে গিয়েছিলাম রাজাকারের ফাসির দাবিতে ।সেই দাবি ত এখন ও পূর্ণ হয়নি । তাহলে আমরা চুপ কেন ?আমাদের প্রিয় বাংলাদেশ এর জন্মের বিরোধিতা করেছিল যারা তারা কিভাবে এখনও এই দেশ এ বেঁচে থাকে ? মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন । আজকে সেই দেশ টিকে কলঙ্কমুক্ত করার দায়িত্ব টা কি আমাদের নয় ? আজকে রাজাকার রা আমাদের দেশ এ এখনও বেঁচে আছে - এত এত খুন , ধর্ষণ করে - এসব এর দায়ভার কার ? আমাদের। আমাদের চুপ থাকার ফল এসব । আমরা এক এক বার জেগে উঠি , কয়দিন একটা বিষয় নিয়ে কথা বলি , আন্দলন করি , আবার চুপ হয়ে যাই । রাজাকার দের ফাঁসির ব্যাপারে এই ঘটনা আমরা হতে দেব না । ১ টা খুন করলে ফাঁসি হয় ,৩৭০ টা খুন করা কাদের কসাই এর প্রতি ন্যয়বিচার হবে কিনা সেটা নিয়ে আমরা চিন্তিত হই । আরে ওর ন্যায়বিচার হবে যদি ও যেভাবে ৩৭০ জন কে খুন করেছে সেভাবে ওকে খুন করা হয় । কাদের কসাই , গোলাম আজম , নিজামি , সাইদি , সাকা - এদের জন্য ফাঁসি ত সর্বনিম্ন শাস্তি । কিন্তু সেটাই এদের দেয়ার ব্যাপারে কত টালবাহানা , একটা বার চেয়ে দেখুন । আজকে আপনি যদি চুপ থাকেন তাহলে নিজের বিবেকের কাছে কি অপরাধী হয়ে থাকবেন না সারাজীবন ? ৩০লাখ শহীদ এর রক্তের বদলা নেবার দায়িত্ব আজ আমাদের , অন্য কারো নয় ।
আজকে আমরা কি করছি এসব ? একজন আরেকজনকে আক্রমন করতে গিয়ে অনলাইন যে একটা সুস্থ - সুন্দর গনমাধ্যম সেটাই ভুলে যাচ্ছি । আমাদের মতামত প্রকাশের সবচেয়ে সুন্দর উপায় হল অনলাইন , কোন সেন্সর বিহীন ভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ আর কোথায় পাব আমরা ? তাহলে একজন আরেকজন কে আক্রমন এইসব করে অনলাইনের পরিবেশ টা হিন্দি সিরিয়ালের চেয়েও দূষিত করে ফেলছি কেন ? আমরা কি আমাদের দাবিতে এক থাকতে পারি না ? ঐযে , রাজাকারের ফাঁসির দাবিতে ? কাদের কসাই এর ফাসির দাবিতে ? গোলাম আজমের ফাঁসির দাবিতে ? আমরা সাধারন জনতা হয়ত ফাসি কার্যকর করতে পারব না , কিন্তু দাবি জানাতে আমরা যাতে পিছপা না হই , অন্তরের দাবি - রাজাকারের ফাঁসির দাবি জানাতে আমরা কেউ যাতে কোন গড়িমসি না করি । দেশটা তো আমাদের ই , তাই না ? আমরাই তো বাংলাদেশ ।
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন