রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

ইতিহাস কথা বলবে - বাংলার ইতিহাস সত্যের পক্ষেই সাক্ষী দেবে

বন্ধু , আজ তোর - আমার মাঝখানে ত্রিশ লাখ শহীদের লাশ দাঁড়িয়ে
আজ তোর আর আমার মাঝে আমার ধর্ষিতা বোন দাঁড়িয়ে
আজ তোর আর আমার মাঝে ১৯৭১ এ সন্তানহারা মা দাঁড়িয়ে
আজ আমি ঋণী , আজ আমি প্রতিশ্রুতিবদ্ধ , আমি লজ্জাভারে ভারাক্রান্ত ।
আমি ঋণী শহীদ এবং জ...ীবিত সকল মুক্তিযোদ্ধার কাছে
আমি ঋণী দুই লাখ বীরাঙ্গনা মা এর কাছে


আমি ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নিতে প্রতিশ্রুতিবদ্ধ ।
আমি লজ্জিত , কারন আমি পারি নি - আমি পারলাম না
আমি পারি নি বীরাঙ্গনা মা এর চোখের জল মুছিয়ে দিতে
আমি পারি নি স্বজনহারা , সহযোদ্ধাহারা বীর মুক্তিযোদ্ধাকে একটু প্রশান্তি দিতে
আমি তাঁদেরকে একটা সুখবর শোনাতে চেয়েছিলাম -"রাজাকারের ফাঁসি হয়েছে।"
কিন্তু আমি পারি নি । এ লজ্জা আমার , এ ব্যর্থতার ভার আমার ।

তুই শাপলা চত্বর বললে আমি বলব প্রজন্ম চত্বর
তুই মতিঝিল বললে আমি বলব শাহবাগ
তুই বাঁশের কেল্লা বললে আমি বলব 'শাহবাগে সাইবার যুদ্ধ '
তুই দিগন্ত টেলিভিশন বললে আমি বলব একাত্তর টেলিভিশন
তুই গায়েবি ২৫০০ বললে আমি বলব ৩০ লাখ শহীদের কথা
তুই নাস্তিক বললে আমি বলব 'জয় বাংলা' ।

আমার পক্ষে সাক্ষী দেবে বাংলাদেশের ইতিহাস
আমার পক্ষে সাক্ষী দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আমার পক্ষে সাক্ষী দেবেন শহীদ জননী জাহানারা ইমাম
আমার পক্ষে সাক্ষী দেবে "একাত্তরের দিনগুলি '
আমার পক্ষে সাক্ষী দেবে রণাঙ্গন থেকে মা - বাবা কিংবা প্রিয়তমাকে লেখা
অসঙ্খ্য মুক্তিযোদ্ধার রক্তেভেজা অসঙ্খ্য চিঠি ।
আমার পক্ষে সাক্ষী দেবেন শহীদ রুমি - বদি - আজাদ - আলতাফ মাহমুদ - জুয়েল
আমার পক্ষে সাক্ষী দেবেন ডেভিড ফ্রস্ট
আমার পক্ষে সাক্ষী দেবে শহীদ মিনার - স্মৃতিসৌধ
সাক্ষী দেবে অজ্ঞাতনামা শহীদদের অসঙ্খ্য গনকবর ।
আমার পক্ষে কথা বলবে "বাংলাদেশ "
কিছু ভণ্ড মিডিয়া আর ভণ্ড মানুষ নিয়ে তুই আসিস আমার সাথে লড়াই করতে ?

আমার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা
আমার চেতনা বায়ান্ন , বাষট্টি , উনসত্তরের চেতনা
আমার চেতনা শহীদ জননীর চেতনা
আমার চেতনা শহীদ রুমি - বদি - আজাদ - আলতাফ মাহমুদ এর চেতনা
আমার চেতনা "জয় বাংলা , জয় বঙ্গবন্ধু'র চেতনা।
আমার চেতনা ত্রিশ লাখ শহীদের চেতনা ।
আমার চেতনা তোর মত গায়েবি ২৫০০ এর নয়
আমার চেতনা ধর্ম ব্যবসার চেতনা নয় ।
বাংলার ইতিহাস সত্যের পক্ষেই সাক্ষী দেবে ।

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় শাহবাগ। জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন