রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

যদি লক্ষ কোটি প্রান দোলে এক স্বপ্ন মূর্ছনায় , সে আর তখন রয় না স্বপন , সত্যি ই হয়ে যায়।


বিশাল মহাবিশ্বের ছোট্ট একটি গ্রহ পৃথিবী । সে পৃথিবীর মানচিত্রে আয়তনে ছোট হলেও আপন ঐতিহ্যে সমুজ্জল একটি দেশ বাংলাদেশ। সে বাংলাদেশের প্রতিটি মানুষ , "আমরা বাঙালি " । আমরা ভুলিনি ১৯৭১ এ পাকিস্তানি এবং তাদের দোসর কর্তৃক আমাদের দেশে চালানো পাইকা...রি হত্যাযজ্ঞ । আমাদের একটাই দাবি - যুদ্ধাপরাধীদের ফাঁসি । একটাই স্বপ্ন , যুদ্ধাপরাধী রাজাকার - আলবদর মুক্ত বাংলাদেশ।
আমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা বাম - ডান বুঝদান , আওয়ামী লীগ , বি এন পি , ব্লগার - নন - ব্লগার বুঝি না।আমরা বুঝি - আমরা বাঙালি ।আমরা বুঝি আমাদের হক অ অধিকার - মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানি - যেমনটি ১৯৭১ সালে করেছিলেন আমাদের অগ্রজেরা। আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন - আপনি বাঙালি , আপনি দেশপ্রেমী , আপনি দেশমাতৃকার শত্রু রাজাকার - আলবদর দের ফাঁসি চান তাহলেই আপনি আমাদের সঙ্গী , আমাদের সহযোদ্ধা ।

কত কথাই না শুনি আমরা আমাদের বাংলাদেশ টাকে নিয়ে , তলাবিহিন ঝুড়ির দেশ , গরীব দেশ আর ও কত কি !!! কিন্তু এই বাংলাদেশের বিজ্ঞানীরাই অক্লান্ত পরিশ্রম করে দেশের নাম উজ্বল করে যাচ্ছেন প্রতিদিন । পাটের জিনোম রহস্য আবিষ্কার , ছত্রাকের জিনোম রহস্য আবিষ্কার , গনিত অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক , রৌপ্য পদক পর্যন্ত পেয়ে এসেছে আমাদের প্রতিযোগীরা । আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডেও বাংলাদেশ এর মেয়ে শিঞ্জিনি সাহা দেখিয়েছে অভাবনীয় সাফল্য । প্রথম বার আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ ছিনিয়ে এনেছে ব্রোঞ্জ পদক ।

সম্প্রতি নৌ দুর্ঘটনায় ক্ষতি কমিয়ে আনতে একটি ট্র্যাকিং ডিভাইস তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক-শিক্ষার্থী।দেশীয় প্রযুক্তিতে জিপিএসনির্ভর ট্র্যাকিং ডিভাইস তৈরিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। গবেষক দলে আরো রয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক রুহুল আমিন সজীব, পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র নওশাদ।সর্বপ্রথম কৃত্রিম ফুসফুস তৈরি করেছেন বাংলাদেশের আরেক বিজ্ঞানী আয়েশা আরেফিন

এই জাফর ইকবাল স্যার এর জন্য , এই নিবেদিত প্রান বিজ্ঞানীদের জন্যই আমরা আজ ও দেশ টাকে নিয়ে স্বপ্ন দেখতে পারি । এত প্রান শক্তি যে জাতির মধ্যে সে জাতি কোনোদিন হেরে যেতে পারে না । একদিন বিশ্বের মানচিত্রে যুদ্ধাপরাধী মুক্ত সুখী - বিজ্ঞানমনস্ক একটা দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবেই ।

গনিত অলিম্পিয়াডে একটা গান আমরা সব সময় গাইতাম , যতবার অংশগ্রহন করেছি , এই গান টা গেয়েছি । গান টা খুব মনে পরছে -

"একটি মানুষ দেখলে স্বপ্ন , স্বপ্নই তারে কয়
দুজনে দেখলে এক ই স্বপ্ন , সেও তো স্বপ্ন নয় ।
যদি লক্ষ কোটি প্রান দোলে এক স্বপ্ন মূর্ছনায় ,
সে আর তখন রয় না স্বপন , সত্যি ই হয়ে যায়।"

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু । জয় প্রজন্ম , জয় তারুন্য , জয় শাহবাগ । জয় হোক মুক্তিযুদ্ধের , জয় হোক স্বাধীনতার ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন