আজ আমি এসেছি কাদের কসাইএর ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি গোলাম আজমের ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি সাইদি - নিজামির ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি কামরুজ্জামান - সাকা চৌধুরীর ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি মুজাহিদ রাজাকারের ফাঁসির দাবি নিয়ে
সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আজ আমি রাজাকারের ফাঁসি চাইতে এসেছি ।
আজ আমি জয় বাংলার গান গাইতে এসেছি
আজ আমি স্লোগানে স্লোগানে শাহবাগের আকাশ - বাতাস কম্পিত করতে এসেছি
আজ আমি মুক্তিযুদ্ধের জয়গান গাইতে এসেছি
আজ আমি ফাসি চাই - ফাসি চাই ৩০ লক্ষ মানুষের খুনিদের
ফাঁসি চাই দুই লাখ মা - বোনের ধর্ষকের
আজ আমি অবসান চাই সব ধর্মব্যবসার
দেখ , সারা বাংলার জনতার ৪২ বছরের স্বপ্ন কে আজ আমি ধারন করেছি
দেখ , আমি স্লোগানে - মিছিলে উত্তপ্ত রাজপথে রাজাকারের ফাসির দাবি করেছি ।
ফাঁসির মঞ্চ প্রস্তুত - শুধু ফাঁসির অপেক্ষা
ফাঁসির দড়ি প্রস্তুত - শুধু ফাঁসির রায়ের অপেক্ষা
ফাঁসি দেয়ার জন্য জল্লাদ প্রস্তুত - শুধু ফাঁসির অপেক্ষা
অপেক্ষা , অপেক্ষা - শাহবাগের আকাশ - বাতাস আজ অপেক্ষার প্রহর গুনছে
অপেক্ষার প্রহর গুনছে বাংলার প্রতিটি স্বাধীনতা প্রেমী মানুষ ,
অপেক্ষার প্রহর গুনছেন একাত্তরের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা ,
অপেক্ষার প্রহর গুনছেন একাত্তরের বীরাঙ্গনা মা্ ,
অপেক্ষার প্রহর গুনছেন ত্রিশ লাখ শহীদের আত্মা
অপেক্ষায় আছেন শহীদ জননী জাহানারা ইমাম ,
অপেক্ষায় আছেন মা সাফিয়া বেগম
অপেক্ষায় আছেন শহীদ রুমি - বদি - আজাদ - আলতাফ মাহমুদ - জুয়েল
অপেক্ষায় আছে শাহবাগের জাগ্রত কোটি কোটি তরুন
অপেক্ষায় আছেন শহীদ রাজিব , শহীদ দীপ
অপেক্ষা - একটি পবিত্র মুহূর্তের জন্য , 'রাজাকার' নামক কলঙ্ক মুক্ত বাংলার জন্য
অপেক্ষা , শুধুই অপেক্ষা !
আজ আমি ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নিতে এসেছি
আজ আমি দুই লাখ মা এর ইজ্জতের বদলা নিতে এসেছি
আজ আমি রাজাকারের দম্ভ ধুলিস্যাৎ করতে এসেছি
আজ আমি রক্তগঙ্গায় স্নান করে আমার মাতৃভূমির বিজয় দেখতে এসেছি
আজ আমি রাজাকার মুক্ত বাংলার আকাশে রক্তিম সূর্যের উদয় দেখতে এসেছি
আজ আমি সবুজ জমিনে লাল সূর্যের গর্বিত জাগরন দেখতে এসেছি
আজ আমি রাজাকারের ফাঁসির দাবি জানাতে এসেছি ।
আজ আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে নিয়ে জয় বাংলার জয়গান গাইতে এসেছি।
আজ আমি এসেছি গোলাম আজমের ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি সাইদি - নিজামির ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি কামরুজ্জামান - সাকা চৌধুরীর ফাঁসির দাবি নিয়ে
আজ আমি এসেছি মুজাহিদ রাজাকারের ফাঁসির দাবি নিয়ে
সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে আজ আমি রাজাকারের ফাঁসি চাইতে এসেছি ।
আজ আমি জয় বাংলার গান গাইতে এসেছি
আজ আমি স্লোগানে স্লোগানে শাহবাগের আকাশ - বাতাস কম্পিত করতে এসেছি
আজ আমি মুক্তিযুদ্ধের জয়গান গাইতে এসেছি
আজ আমি ফাসি চাই - ফাসি চাই ৩০ লক্ষ মানুষের খুনিদের
ফাঁসি চাই দুই লাখ মা - বোনের ধর্ষকের
আজ আমি অবসান চাই সব ধর্মব্যবসার
দেখ , সারা বাংলার জনতার ৪২ বছরের স্বপ্ন কে আজ আমি ধারন করেছি
দেখ , আমি স্লোগানে - মিছিলে উত্তপ্ত রাজপথে রাজাকারের ফাসির দাবি করেছি ।
ফাঁসির মঞ্চ প্রস্তুত - শুধু ফাঁসির অপেক্ষা
ফাঁসির দড়ি প্রস্তুত - শুধু ফাঁসির রায়ের অপেক্ষা
ফাঁসি দেয়ার জন্য জল্লাদ প্রস্তুত - শুধু ফাঁসির অপেক্ষা
অপেক্ষা , অপেক্ষা - শাহবাগের আকাশ - বাতাস আজ অপেক্ষার প্রহর গুনছে
অপেক্ষার প্রহর গুনছে বাংলার প্রতিটি স্বাধীনতা প্রেমী মানুষ ,
অপেক্ষার প্রহর গুনছেন একাত্তরের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা ,
অপেক্ষার প্রহর গুনছেন একাত্তরের বীরাঙ্গনা মা্ ,
অপেক্ষার প্রহর গুনছেন ত্রিশ লাখ শহীদের আত্মা
অপেক্ষায় আছেন শহীদ জননী জাহানারা ইমাম ,
অপেক্ষায় আছেন মা সাফিয়া বেগম
অপেক্ষায় আছেন শহীদ রুমি - বদি - আজাদ - আলতাফ মাহমুদ - জুয়েল
অপেক্ষায় আছে শাহবাগের জাগ্রত কোটি কোটি তরুন
অপেক্ষায় আছেন শহীদ রাজিব , শহীদ দীপ
অপেক্ষা - একটি পবিত্র মুহূর্তের জন্য , 'রাজাকার' নামক কলঙ্ক মুক্ত বাংলার জন্য
অপেক্ষা , শুধুই অপেক্ষা !
আজ আমি ত্রিশ লাখ শহীদের রক্তের বদলা নিতে এসেছি
আজ আমি দুই লাখ মা এর ইজ্জতের বদলা নিতে এসেছি
আজ আমি রাজাকারের দম্ভ ধুলিস্যাৎ করতে এসেছি
আজ আমি রক্তগঙ্গায় স্নান করে আমার মাতৃভূমির বিজয় দেখতে এসেছি
আজ আমি রাজাকার মুক্ত বাংলার আকাশে রক্তিম সূর্যের উদয় দেখতে এসেছি
আজ আমি সবুজ জমিনে লাল সূর্যের গর্বিত জাগরন দেখতে এসেছি
আজ আমি রাজাকারের ফাঁসির দাবি জানাতে এসেছি ।
আজ আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে নিয়ে জয় বাংলার জয়গান গাইতে এসেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন