- আবহমানকাল ধরে বাংলাদেশ নরম পলিমাটিতে হাজারো মানুষের দৃপ্ত পদচারণা। ধর্ম - বর্ণ -জাতি বিভেদ সবকিছুর ঊর্ধ্বে আমাদের বাঙালি পরিচয়। এদেশে চিরকাল হিন্দু - বৌদ্ধ -খ্রিষ্টান - মুসলমান সব ধর্মের মানুষ একসাথে কেঁদেছে , হেসেছে , মেতেছে উৎসবের আনন্দে। আমি জানি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী চায়না বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক - সেজন্য তারা ধর্মকে পুঁজি করে প্রতি মুহূর্তে ছড়াতে চায় সাম্প্রদায়িক বিদ্বেষ। কিন্ত...ু তারা কখনই সফল হতে পারবে না কারণ , এই দেশটার নাম বাংলাদেশ। হিন্দু - বৌদ্ধ - মুসলিম - খ্রিষ্টান সবাই এই বাংলা মায়ের সন্তান। বাঙালি কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে , বাঙালি দল -মত - পরিচয়ের ঊর্ধ্বে উঠে শাহবাগ আন্দোলন করে রাজাকারের ফাসি নিশ্চিত করেছে। বাংলার হিন্দু , বাংলার বৌদ্ধ , বাংলার খ্রিষ্টান - আমরা সবাই বাঙালি।
আজ লড়াই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির। প্রজন্ম চত্বর বাঙ্গালিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কে আমাদের বন্ধু আর কে আমাদের শত্রু। তাই লড়াই সে শত্রুদের বিরুদ্ধে। আজকে যুদ্ধটা সরাসরি পাকিস্তানের সাথে। খুনি পাকিস্তানিদের তো মাতৃভূমি থেকে একাত্তরেই বিতাড়িত করেছেন বীর মুক্তিযোদ্ধারা। আজ ২০১৩ তে এসে শাহবাগ প্রজন্ম চত্বর নিশ্চিত করেছে রাজাকারের ফাসি। ফাসি হয়ে গেছে কিছুদিন আগে বারই ডিসেম্বরে, আনন্দ রয়ে গেছে এখনও। আজ আমরা গর্বভরে বলতে পারি একাত্তরের হায়েনাদের আমরা ক্ষমা করিনি , কখনও করব না। রাজাকারের ফাসি হয়েছে , দাবি জানানো হয়েছে পাকিস্তানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার । দেশব্যাপী ক্যাম্পেইন চলছে পাকিস্তানি পন্য বর্জনের জন্য। এ প্রজন্ম যে হারতে জানে না , মাতৃভূমির প্রশ্নে কোনরকম আপোষ করতে জানে না।
ধর্ম যার যার , উৎসব সবার। আজ রাজাকার কাদের কসাইমুক্ত বাংলাদেশে প্রথম বড়দিন উৎসব। প্রত্যেক বাঙ্গালিকে জানাই বড়দিনের শুভেচ্ছা। নতুন আগামীর পথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে রাজাকারের ফাসির মধ্য দিয়েই - ২০১৪ সালের প্রথম সূর্য টা উঠবে কাদের কসাইমুক্ত এক নতুন বছরের শুভযাত্রার সূচনা হয়ে। রাজনৈতিক অস্থিরতা , হরতাল - অবরোধ সবকিছুর মধ্যেই যদিও এবার বড়দিন পালন হচ্ছে , কিন্তু এবারের উৎসবে যে কলঙ্কমুক্তির আনন্দ মিশে আছে। ২০১৩ সালের বিজয় দিবস আমরা পালন করেছি ঐতিহাসিকভাবে , সারা বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে পাঁচ লক্ষ কণ্ঠে একত্রে গাওয়া অমর জাতীয় সঙ্গীত , বিশ্বের সর্ববৃহৎ মানব পতাকা। এই ২০১৩ সাল আসলেই ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে আজীবন - শাহবাগ আন্দোলন , রাজাকারের ফাঁসি , জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড - সবকিছু যে এই ২০১৩ এর সাথেই মিশে আছে। Proud to be a part of this history....
আজ বড়দিন আর অনাগত নতুন বছরের শপথ হোক জামাত -শিবিরমুক্ত বাংলা গড়ার শপথ। বড়দিনের প্রার্থনা করবেন খ্রিষ্টান ভাই -বোনেরা , আনন্দ করব সবাই। ক্রিস্টমাস ক্যারল , ক্রিস্টমাস ট্রি কিংবা উৎসবের বিশেষ কেক -আনন্দে ভরে উঠুক বাংলার প্রতিটি ঘর। আসুন আজকে শপথ নেই , আমাদের ভাই -বোনের উপর কেউ আক্রমন করতে আসলে তা প্রতিহত করব আমরা সবাই মিলে। ধর্ম পরিচয় নয় , সবার উপরে আমাদের বাঙালি পরিচয়। আর সেই পরিচয়েই হাতে হাত রেখে আমরা সামনে এগিয়ে যাব রাজাকারমুক্ত বাংলাদেশে। আজ যেমন কলঙ্কমুক্তির আনন্দ নিয়ে গাইতে পারি - "আমার সোনার বাংলা , আমি তোমায় ভালবাসি" - একদিন ঠিক সেভাবেই সাম্প্রদায়িক হিংসা - বিদ্বেষের বিষবাষ্পও সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে বাংলা থেকে। সেদিন কাউকে আর কখনও নির্যাতনের শিকার হতে হবে না ধর্ম পরিচয়ের জন্য। সেই শুভদিনের জন্য লড়াই চালিয়ে যেতে হবে আমাদের , সাম্প্রদায়িকতা মুক্ত শুভ সকালের জন্য। অনাগত পৃথিবীটাকে সাজাতে হবে ভালোবাসা , মমতা আর দেশপ্রেমের জ্বলন্ত শপথ দিয়ে।
Merry Christmas and Happy New Year to all....
জয় বাংলা... জয় গণজাগরণ মঞ্চ... জয় মুক্তিযুদ্ধ ... জয় শাহবাগ প্রজন্ম চত্বর ...।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন