রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৩

স্বপ্নের পথযাত্রা

স্বপ্নের সিঁড়ি নির্মাণের কাজ প্রায় শেষ প্রান্তে আজ ... জলপাই রঙ ট্রাকে করে কাদের কসাই এর ফাঁসির রায় আপীল বিভাগ থেকে ট্রাইব্যুনালে পৌঁছে গেছে আজ দুপুর ১২ টায়। জলপাই রঙ ট্রাকে করে একদিন এই পাকিস্তানিরা , রাজাকারেরা ভেঙ্গে তছনছ করেছিল বাঙ্গালির স্বপ্নের বাগান ... শিশু -কিশোর -যুবক -বৃদ্ধ কাউকে ছেড়ে দেয়নি এরা ... মা -বোনদের উপর অত্যাচার করেছে... কনসেন্ট্রেশন ক্যাম্পে অকথ্য অত্যাচার চালিয়েছে..। গুলিতে -বোমা -বেয়নেটে রক্তের সমুদ্র বইয়েছে সবুজ বাংলার বুকে...।

চোখ বেঁধে ধরে নিয়ে গিয়ে বধ্যভূমিতে হত্যা করেছে শহীদ মুনির চৌধুরী , শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী ... আরও অসংখ্য বুদ্ধিজীবীকে ...। এই জলপাই রঙ ট্রাকে করে আজকে এল রাজাকার কাদের কসাই এর ফাসির পূর্ণাঙ্গ রায়। ট্রাইব্যুনালে পৌঁছে গেছে রায় , এখন শুধু মৃত্যু পরোয়ানা জারির পালা... এরপরই কোন এক শুভ সকালে দেখব স্বাধীন বাংলার আকাশে নতুন সূর্য ... রাজাকারমুক্ত বাংলাদেশের সূর্য ...।

যাক , অবশেষে আমরা পারলাম। সেই শাহবাগ প্রজন্ম চত্বর ... স্লোগান , মিছিল , রাতভোর অবস্থান ... সবকিছু আজ মনে হচ্ছে সার্থক । অপেক্ষায় আছি কবে ফাসিটা কার্যকর হবে ...। গতকাল ফেসবুকেই দেখলাম যে কাদের কসাই এর ফাসির জন্য প্রস্তুত করা হচ্ছে ঐতিহাসিক ফাসির মঞ্চ ... সেই ফাসির মঞ্চ যেখানে বঙ্গবন্ধুর খুনিদের ফাসি দেয়া হয়েছিল , বালির বস্তা দিয়ে হচ্ছে ফাসির প্র্যাকটিস। সবকিছু নির্দেশ করছে , অচিরেই ফাসিতে ঝুলবে কাদের কসাই...।

কাদের কসাইয়ের ফাসি কার্যকরের মধ্যে দিয়ে ৪২ বছরের কলঙ্কমুক্তি হবে বাংলাদেশের ... এরপর পিছনের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ এগিয়ে যাবে নতুন আগামীর দিকে। ত্রিশ লাখ শহীদ আর দুই লাখ বীরাঙ্গনা মা পাবেন ন্যায়বিচার ... স্বপ্ন পূরণ হবে শহীদজননীর ... স্বপ্ন পূরণ হবে একাত্তরের মুক্তিযুদ্ধে সন্তানহারা লক্ষ লক্ষ জননীর ... স্বপ্ন পূরণ হবে প্রজন্মযোদ্ধার রক্তের ... স্বপ্ন পূরণ হবে কলেজ পালিয়ে শাহবাগে ছুটে আসা কিশোর -কিশোরীর । সে শুভদিনের অপেক্ষায় এখন প্রতি মুহূর্ত...।

ভাবছি যে কয়েদি কসাই কাদেরের ফাসি কার্যকরের ভার পাবেন তিনি কত বড় ভাগ্যবান। যাই হোক এখন প্রস্তুত থাকতে হবে আমাদের ... কাদের কসাইয়ের কবর স্বাধীন বাংলার মাটিতে হবে না। আজকে একটা কথা বারবার মনে পড়ছে ... রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা- "যখনি দাঁড়াবে তুমি সম্মুখে তখনি সে / পথকুক্কুরের মত সঙ্কোচে সত্রাসে যাবে মিশে।" আসলেই, বাঙালি জেগে উঠেছিল দেখেই তো পাকিস্তানিরা বিতাড়িত হয়েছিল , আজ রাজাকারের ফাসিও হচ্ছে প্রজন্ম চত্বরে সেই জাগরনের কারনেই...।

জয় বাংলা ... জয় বাংলা... জয় বাংলা... কত মধুর না এই স্লোগানটা...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন