শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩

গণজাগরণ মঞ্চ - এক চির উন্নত মমশির

গণজাগরণ মঞ্চের প্রত্যেকটা যোদ্ধা জীবন বাজি রেখে প্রতিবাদ জানাতে জানে, বাঙালি জাতির আত্মপরিচয়কে তুলে ধরে ন্যায্য দাবি জানাতে জানে তার প্রমাণ আজকের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচী। রাজাকারের ফাসির জন্য রাজীব, দীপ, জগতজ্যোতি , জাফর মুন্সি , শ...ান্ত ভাইয়েরা শহীদ হয়েছিলেন - আজকে পাকিস্তানী পার্লামেন্টে কাদের কসাইয়ের ফাসি নিয়ে অযাচিত নিন্দা প্রস্তাব পাশের প্রতিবাদ করতে গিয়ে ফেরদৌসি প্রিয়ভাষিণী , বাপ্পাদা , বিন্দু ,অর্ণব , অনু , রিয়াজ , জিসান , আকাশ ভাইরা আহত হলেন।কিন্তু এই রক্ত যে বাঙ্গালির রক্ত - এই প্রজন্ম যে হার মানতে জানে না আর সেজন্যই সব বাধা অতিক্রম করে মিছিল এগিয়ে গেল পাকিস্তান দূতাবাসের দিকে। ঘেরাও হল পাকিস্তান দূতাবাস। পরবর্তীতে পুলিশ এসে ক্ষমা চাইল তাদের ভূমিকার জন্য ।

গণজাগরণ মঞ্চ ঘোষণা করেছে ২০ ঘণ্টার আল্টিমেটাম। আগামী বিশ ঘণ্টার মধ্যে সাময়িকভাবে ছিন্ন করতে হবে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের সংসদে বাংলাদেশ নিয়ে অনধিকার চর্চার জন্য পাকিস্তান ক্ষমা চাইলেই শুধু আবার ভাবা যেতে পারে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে। আর আজকে গনজাগরন মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে বিনা উস্কানিতে আক্রমন , মুক্তিযোদ্ধা ,বীরাঙ্গনাদের এবং তাদের সন্তানদের উপর আক্রমন এসব ঘৃণ্য কাজের সাথে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত , স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা - বীরাঙ্গনাদের উপর আক্রমন যে পুলিশ কর্মকর্তার নেতৃত্বে হয়েছে তাকে ক্লোজ করতে হবে। এ দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

আগামী বিশ ঘণ্টার মধ্যে যদি পাকিস্তানের সাথে সব কূটনৈতিক সম্পর্ক সাময়িকভাবে ছিন্ন করা না হয় তাহলে আগামীকাল বিকাল ৩ টায় আবার ঘেরাও করা হবে পাকিস্তান দূতাবাস। আমি কি বলব - আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে কারণ বাসা নামক এই জেল থেকে বেরও হতে পারছি না , কর্মসূচীতে যেতেও পারছি না। আমি নিজেকে কখনও ক্ষমা করতে পারব না , বিবেকের কাছে অপরাধী হয়ে থাকব সারাজীবন এই কর্মসূচীতে যেতে না পারার জন্য। আজকে যতটা কেঁদেছি ফেব্রুয়ারিতে কাদের কসাইয়ের ফাসি না হওয়ার পর এভাবে কেঁদেছিলাম - ব্যাক্তিগত জীবনের কিছুর জন্য কখনও এত কষ্ট পাইনি। সহযোদ্ধাদের প্রতি শুভকামনা রইল - মনে রেখ এই বোনটি সবসময় তোমাদের সাথে আছে।

আমার সোনার বাংলা , আমি তোকে অনেক অনেক ভালোবাসি। জয় বাংলা জয় গণজাগরণ মঞ্চ।
আরো দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন