ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আন্দোলন চলছে বাংলা মায়ের কলঙ্কমুক্তির দাবিতে ... আন্দোলন চলছে শাহবাগ প্রজন্ম চত্বরে রাজাকারের ফাসির দাবিতে। বিজয়ের ধারাবাহিকতায় আরেকটি বিজয় আসলো আজ , কাদের কসাই এর ফাসির পূর্ণাঙ্গ রায় প্রকাশ হল আপিল বিভাগ থেকে ফাসির রায় আসার আড়াই মাস পরে। বাংলা মাকে রাজাকারমুক্ত করার এই সংগ্রামের সূচনা মা জাহানারা ইমামের হাত ধরে ... এবার হয়ত মায়ের সেই বিশ্বাস আমরা রক্ষা করতে পারব ...। চারপাশে শুধু মৃত্যুর খবরের মধ্যে এই রায় প্রকাশ একটা শান্তির প্রলেপ ... একটা আশার বাণী ...।
পাঁচ ফেব্রুয়ারিতে কসাই এর হাতে বিজয় চিহ্ন মানতে না পেরে যে সংগ্রামের সূচনা তা আজ প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে। বিজয়ের মাস ডিসেম্বরে চূড়ান্তভাবে পরাজিত করা হোক রাজাকারের দম্ভকে। বিজয়ের মাস ডিসেম্বরে কার্যকর চাই কাদের কসাইয়ের ফাঁসি। বিশ্ব দেখুক একাত্তরের স্মৃতি বহন করে প্রজন্ম চত্বরে জেগে থাকা বাঙ্গালির বিজয় ... দেখুক বাঙালি জ্বলে পুড়ে মরে ছারখার হলেও মাথা নোয়াবার নয় ।বাঙালি যে জীবন দিয়ে হলেও দাবি আদায়ের জাতি...। শাহবাগ জেগে আছে , শাহবাগ ঘুমায় না। ফাসি কার্যকর হোক কসাইয়ের ... ন্যায়বিচার পাক ত্রিশ লাখ শহীদ , দুই লাখ বীরাঙ্গনা মা।
অনেক অনেক অপেক্ষার প্রহর গোনার পর , অনেক রক্ত ঝরাবার পর এক একটা খুশির খবর আসে ... সেভাবেই আড়াই মাস পরে এল কাদের কসাই এর ফাসির পূর্ণাঙ্গ রায়। ৫ ফেব্রুয়ারি থেকে যে স্বপ্ন নিয়ে , যে দাবি নিয়ে প্রজন্ম চত্বর জেগে আছে তা পূরণ হবে যেদিন এই ফাঁসিটা কার্যকর হবে। সেই শুভদিনের হয়ত আর খুব বেশি দেরি নেই। এই কাদের কসাই এর ফাসি কার্যকর হলে তা হবে একাত্তরের পর বাঙ্গালির সর্বশ্রেষ্ঠ বিজয় , ২০১৩ এর প্রজন্মের পক্ষ থেকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। সেই শুভদিনের অপেক্ষায়...।
একদিন সব অপেক্ষার অবসান ঘটবে ...। সেই নববিজয়ের সাক্ষী হওয়ার অপেক্ষায় রইলাম... কসাই কাদেরের ফাসি দ্রুত কার্যকরের অপেক্ষায় রইলাম .....। জয় বাংলা।
পাঁচ ফেব্রুয়ারিতে কসাই এর হাতে বিজয় চিহ্ন মানতে না পেরে যে সংগ্রামের সূচনা তা আজ প্রায় সাফল্যের দ্বারপ্রান্তে। বিজয়ের মাস ডিসেম্বরে চূড়ান্তভাবে পরাজিত করা হোক রাজাকারের দম্ভকে। বিজয়ের মাস ডিসেম্বরে কার্যকর চাই কাদের কসাইয়ের ফাঁসি। বিশ্ব দেখুক একাত্তরের স্মৃতি বহন করে প্রজন্ম চত্বরে জেগে থাকা বাঙ্গালির বিজয় ... দেখুক বাঙালি জ্বলে পুড়ে মরে ছারখার হলেও মাথা নোয়াবার নয় ।বাঙালি যে জীবন দিয়ে হলেও দাবি আদায়ের জাতি...। শাহবাগ জেগে আছে , শাহবাগ ঘুমায় না। ফাসি কার্যকর হোক কসাইয়ের ... ন্যায়বিচার পাক ত্রিশ লাখ শহীদ , দুই লাখ বীরাঙ্গনা মা।
অনেক অনেক অপেক্ষার প্রহর গোনার পর , অনেক রক্ত ঝরাবার পর এক একটা খুশির খবর আসে ... সেভাবেই আড়াই মাস পরে এল কাদের কসাই এর ফাসির পূর্ণাঙ্গ রায়। ৫ ফেব্রুয়ারি থেকে যে স্বপ্ন নিয়ে , যে দাবি নিয়ে প্রজন্ম চত্বর জেগে আছে তা পূরণ হবে যেদিন এই ফাঁসিটা কার্যকর হবে। সেই শুভদিনের হয়ত আর খুব বেশি দেরি নেই। এই কাদের কসাই এর ফাসি কার্যকর হলে তা হবে একাত্তরের পর বাঙ্গালির সর্বশ্রেষ্ঠ বিজয় , ২০১৩ এর প্রজন্মের পক্ষ থেকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। সেই শুভদিনের অপেক্ষায়...।
একদিন সব অপেক্ষার অবসান ঘটবে ...। সেই নববিজয়ের সাক্ষী হওয়ার অপেক্ষায় রইলাম... কসাই কাদেরের ফাসি দ্রুত কার্যকরের অপেক্ষায় রইলাম .....। জয় বাংলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন