বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

আজি বাংলাদেশের হৃদয় হতে ...

প্রিয় শাহবাগ,

বৈশাখ সন্ধ্যার ঝড়ো বর্ষণের মত করে বিস্মৃতিবৃষ্টিগুলোকে নিঃশেষ করার ইচ্ছা নিয়ে তোমার কাছে লিখছি। জানো, আজও তোমার নাম উচ্চারণের সাথে সাথে আমার চোখে ভেসে আসে গত বছরের ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলোর ছবি। কোথায় জাদুঘর, কোথায় বা টি এস সি আর কোথায় কাঁটাবন কোন সীমানা ছিল না যেন। সকল সীমার ঊর্ধ্বে উঠে পুরো জায়গাটির নাম হয়েছিল শাহবাগ। নবজাগরনের জোয়ার জাগানো শাহবাগ। দিনরাত স্লোগান আর অবস্থান...ের শাহবাগ।বাংলাদেশের মাটির স্পর্শে ধন্য হয়ে "জয় বাংলা" বলে চিৎকার করার শাহবাগ। জানো, তোমার বুকে কাটানো প্রতিটা মুহূর্ত আমার মনে খোদাই করা আছে।

তোমার বুকে এসে পৌঁছালে একদম অপরিচিত মানুষও হয়ে যায় আত্মার আত্মীয়। সেই এক বছর আগের কথা এগুলো। আজো তোমার বুকে মিছিল হয় রাজাকারের ফাঁসির দাবিতে। আজো তোমার বুকে জেগে আছে গণজাগরণ মঞ্চ। তোমার কাছে যতবার আসি, মনে হয় এই জাদুঘর, মামুলি ফুলের দোকান -এগুলোর সাথে কত যুগ যুগান্তরের যেন আত্মীয়তার বাঁধন রচিত হয়ে গেছে। শাহবাগ, তোমার প্রতিটি ধূলিকণায় শহীদের রক্তের ঘ্রাণ মিশে আছে। তুমি যে বাংলাদেশের হৃদয়; আর বাংলাদেশের হৃদয়কে চিরকাল বাংলাদেশের সন্তানেরা রক্তের দামেই রক্ষা করেছে, করবে। তোমার বুকে আজো ওঠে স্লোগানের ঝড়, দৃপ্তকণ্ঠের শপথ।

শাহবাগ, তুমি তো বিজয়ী। মাঝে মাঝে ইচ্ছা করে যদি পারতাম তোমার বুকের প্রতিটি কণা লাল রক্তরাঙ্গা গোলাপ দিয়ে ঢেকে দিতে! কিন্তু পরক্ষনেই ভাবি, গোলাপে কি আর তোমার মহিমা প্রকাশ করা যায়? তোমার পথ যে যোদ্ধার রক্তেরাঙা পথ। সেই রক্তের লালের সাথে পৃথিবীর আর কোন লালের যে তুলনা হয়না। জানো, কেউ যখন আমার কাছে এসে বলে, "শাহবাগে গেলে কলেজ থেকে সাসপেন্ড হইতে হবে তোমার মত, কাজেই আমার শাহবাগে যাওয়ার সাহস নাই। কিন্তু শাহবাগকে অনেক ভালোবাসি।" তখনই আমার মনে হয়, শাহবাগ তো আজকে আর একটা জায়গাই নেই শুধু। বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমী মানুষের অন্তরে জন্ম নিয়েছে এক একটি শাহবাগ। এই শাহবাগকে কোন শাস্তি, কোন আঘাতই কখনও কেড়ে নিতে পারবেনা।

জানো, আর একটু হলেই তো তোমার থেকে অনেক দূরে চলে যাওয়ার উপক্রম হয়েছিল আমার। কিন্তু শেষ মুহূর্তে সাহস করে ঘুরে দাঁড়ালাম। আর একবার চ্যালেঞ্জ নেব, শুধুই তোমার কাছে থাকার জন্য। একবার যদি এইচ এস সিতে একটা ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারি, তারপর আর কোনদিন কেউ আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না। তোমাকে অনেক ভালোবাসি শাহবাগ, নিজের চেয়েও অনেক অনেক বেশি।বাংলাদেশের হৃদয় হতে অপরুপ রুপে তুমি জেগে রয়েছ আজো, চিরকাল জেগে থাকবে। আমরাই জাগিয়ে রাখব তোমাকে। বাংলাদেশের জন্য, মাতৃভূমির জন্য তোমাকে যে জেগে থাকতেই হবে...

কোনদিন ভুলবনা তোমার বুকে কাটানো দিনরাতগুলো। আজ যখন রাস্তায় চলতে ফিরতে মেয়ে বলে চারপাশের ভ্রূকুটির শিকার হতে হয়, তখন আবার তোমার কথা মনে পরে। তোমার বুকে নারীর যে সম্মান আছে, বাংলাদেশের আর কোথাও তেমন নেই। সারাদেশে আর কোথাও হয়ত নারীরা এত নির্ভয়ে চলাফেরা করতে, কাজ করতে পারেনা। কেন থাকবেনা বল ? তুমি যে আমাদের মা। মায়ের কোলই তো সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই বাংলাদেশ আমাদের মা। আর তুমি এই মায়ের হৃদয়। নীরব দগ্ধ সময়ের বিরুদ্ধে সুউচ্চ, প্রদীপ্ত, স্লোগানমুখর একটি নাম -"গণজাগরণ মঞ্চ।" শিখা চিরন্তনটি আজো দাউ দাউ করে জ্বলছে দেখ, যুগে যুগে বাঙ্গালির আত্মবলিদানের স্মারক হয়ে...

জয় বাংলা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন