শনিবার, ২২ মার্চ, ২০১৪

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ। এটা এমন একটা আবেগ যা কোন শব্দ দিয়ে কক্ষনো বোঝানো সম্ভব না। গত বছরের মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা গত বছরের ফেব্রুয়ারি মাসে শাহবাগ প্রজন্ম চত্বরে লাখ লাখ কণ্ঠে একই সাথে আমার সোনার বাংলা গাওয়ার যে অনুভূতি, তা যে অনুভব না করেছে তাকে বোঝানো সম্ভব নয়। জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্বরেকর্ড হোক বা না হোক, আমি শুধু জানি যে বিজয় ২০১৩ অনুষ্ঠানে ...এ জাতীয় সঙ্গীত গাইতে গিয়ে আমার চোখে পানি এসেছিল, ইচ্ছা করছিল পতাকাটা আঁকড়ে ধরে অঝোরে কাঁদি। বড় মধুর সেসব স্মৃতি আমার, বড় ভালোবাসার এই বাংলাদেশ, এ ইতিহাস, প্রজন্ম চত্বর আর অমর এই জাতীয় সঙ্গীত।

বঙ্গবন্ধু দেশে ফিরবার সময় বিমানে পরম ভালবাসা নিয়ে গাইছিলেন এ গানটি। তখনই তিনি সিদ্ধান্ত নেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" একাত্তরে এই জাতীয় সঙ্গীত গাওয়ার "অপরাধে" কত বাঙ্গালিকে যে গুলিতে, বেয়নেটে ঝাঁঝরা করেছে তার কোন নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ, লক্ষ লক্ষ মিসাইলের চেয়েও এ জাতীয় সঙ্গীত অনেক বেশি শক্তিশালী। জাতীয় সঙ্গীত, বাংলাদেশকে ভালোবাসার উচ্চকিত ঘোষণা। অনেক জীবনের দামে পাওয়া এ অমূল্য সম্পদ। প্রতিটা লাইনে মিশে আছে শহীদের রক্তের ঘ্রাণ, বীরাঙ্গনা মায়ের অশ্রু। ভালোবাসি, অনেক বেশি ভালবাসি এ জাতীয় সঙ্গীতকে। আর তাই সহ্য করতে পারিনা জাতীয় সঙ্গীতের কোনরকম অপমান।

আজকে আমি যদি "লাখো কণ্ঠে সোনার বাংলা" অনুষ্ঠানে যাই, তাহলে হয়ত বিশ্ব রেকর্ডের অংশ হয়ত হতে পারব, কিন্তু নিজের বিবেকের কাছে চিরকাল অপরাধী হয়ে থাকব। অপরাধী হয়ে থাকব সদ্যোজাত সেই শিশুটির কাছে, পাকিস্তানি আর তাদের দোসর রাজাকারেরা যাকে আছড়ে মেরেছিল, বেয়োনেট চার্জ করে মেরেছিল। ত্রিশ লাখ শহীদের রক্তের প্রতিটা কণা আমাকে অভিশাপ দেবে রাজাকারের টাকায় জাতীয় সঙ্গীত গাওয়ার অপরাধে। তাই, আমার ভালোবাসাকে আমি তিন কোটি টাকায় বিক্রি করতে পারলাম না। আমার সোনার বাংলা আমার কাছে রাজাকারের টাকায় বিশ্ব রেকর্ডের চেয়ে অনেক বড়, অনেক মূল্যবান। জানি, আমার একার যাওয়া বা না যাওয়াতে কোন কিছুই থেমে থাকবে না। তবু নিজের কাছে তো অপরাধী হতে হবেনা। গর্ব করে বলতে পারব, আমি আমার ভালোবাসা বিক্রি করি নাই, জাতীয় সঙ্গীত বিক্রি করি নাই।

তবু স্বপ্ন দেখি, রাজাকারের টাকাটা ফিরিয়ে দেবে সরকার। তবু স্বপ্ন দেখি একেকবার একেক রকম কথা বলে সবাইকে বিভ্রান্ত না করে রাজাকারের টাকা ছুঁড়ে মারা হবে রাজাকারের মুখে। জয় বাংলা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন