আসছে এশিয়া কাপ ২০১৪...
বরাবরের মত ক্রিকেটপাগল আমাদের বাংলাদেশে আবার লাগবে উৎসবের ঢেউ। দল -মত পরিচয় নির্বিশেষে সব বাঙালি এক হতে পারে এই একটা মাত্র বিন্দুতে , আর তা হল ক্রিকেট। সাকিব - মুশফিকদের সাথে সারা বাংলাদেশ এক সুরে কাঁদে , হাসে। এগারোজন ক্রিকেটার হয়ে দাঁড়ান আমাদের প্রত্যেকের পরম আপনজন , এদেশের প্রত্যেকটা মায়ের সন্তান...
এবারের এশিয়া কাপে আবারও বিস্ফোরণ ঘটবে বাংলাদেশের প্রতি বাঙ্গালিদের পর...ম ভালবাসার। লাল - সবুজ পতাকা বেঁধে আবার স্টেডিয়ামে যাব আমরা , মেতে উঠবো বাংলাদেশ , বাংলাদেশ বলে। খেয়াল রাখতে হবে - এবারে যেন আমরা কেউ কোনরকম যুক্তিতে পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করার কথা না ভাবি...
মনে রাখবেন , পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট দেয়া মানে ত্রিশ লাখ শহীদের রক্তের দামে কেনা পতাকাকে অবমাননা করা। পাকিস্তানিদের হাতে ধর্ষিতা বীরাঙ্গনা মাকে অবমাননা করা। মনে রাখবেন , আপনি যদি "ম্যারি মি আফ্রিদি" লিখে ব্যানার নিয়ে স্টেডিয়ামে যান , তাহলে ঠিক আপনার বয়সী সেই মেয়েটির রক্তের উপর দিয়ে পা ফেলে গেলেন , যে মেয়েটিকে ছিঁড়ে -কুঁড়ে খেয়েছিল এই পাকিস্তানি হায়েনারাই...
জানি , খেলার মধ্যে রাজনীতি আনা ঠিক না - ইত্যাদি কথা এখানে আসবে। কিন্তু ঠাণ্ডা মাথায় একটিবার চিন্তা করে দেখুন ; আপনার বাবার খুনি , আপনার ভাইয়ের খুনি, আপনার বোনের ধর্ষক , মায়ের ধর্ষক এই পাকিস্তান। তাদেরকে শুধু ভাল খেলা , খারাপ খেলা এই যুক্তিতে আপনি সমর্থন করতে পারবেন ? আপনার বোনের ধর্ষক মস্তবড় হুজুর সেজে বসলে আপনি তাকে ধর্ষক বলবেন না হুজুর বলবেন ?
তাই , প্লিজ - অনলাইনের সবার প্রতি আমার অনুরধ থাকবে - নিজেরা সচেতন হন , পাকিস্তান ক্রিকেট টিম সমর্থন করা থেকে বিরত থাকুন , সচেতনতা গড়ে তুলুন নিজেদের চারপাশে। বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তের দামে পাওয়া , দুই লাখ বীরাঙ্গনা মায়ের অশ্রুর দামে , সম্ভ্রমের দামে পাওয়া। কারো দানে পাওয়া নয়। বাংলা মায়ের মর্যাদা রক্ষার জন্য , রক্তের দামে কেনা পতাকা , মানচিত্রের সম্মান রক্ষার জন্য বর্জন করুন পাকিস্তান এবং তার সবরকম পণ্য , ক্রিকেট টিম , সবকিছুকে...
অন্তত এই ইভেন্ট এর কারণে একজন মানুষও যদি ভাবেন , আর কখনও পাকিস্তান ক্রিকেট টীম সমর্থন করবেন না , ম্যারি মি আফ্রিদি লিখে স্টেডিয়ামে যাবেন না - তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। জয় বাংলা...
https://www.facebook.com/ events/1447054308856656/
বরাবরের মত ক্রিকেটপাগল আমাদের বাংলাদেশে আবার লাগবে উৎসবের ঢেউ। দল -মত পরিচয় নির্বিশেষে সব বাঙালি এক হতে পারে এই একটা মাত্র বিন্দুতে , আর তা হল ক্রিকেট। সাকিব - মুশফিকদের সাথে সারা বাংলাদেশ এক সুরে কাঁদে , হাসে। এগারোজন ক্রিকেটার হয়ে দাঁড়ান আমাদের প্রত্যেকের পরম আপনজন , এদেশের প্রত্যেকটা মায়ের সন্তান...
এবারের এশিয়া কাপে আবারও বিস্ফোরণ ঘটবে বাংলাদেশের প্রতি বাঙ্গালিদের পর...ম ভালবাসার। লাল - সবুজ পতাকা বেঁধে আবার স্টেডিয়ামে যাব আমরা , মেতে উঠবো বাংলাদেশ , বাংলাদেশ বলে। খেয়াল রাখতে হবে - এবারে যেন আমরা কেউ কোনরকম যুক্তিতে পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করার কথা না ভাবি...
মনে রাখবেন , পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট দেয়া মানে ত্রিশ লাখ শহীদের রক্তের দামে কেনা পতাকাকে অবমাননা করা। পাকিস্তানিদের হাতে ধর্ষিতা বীরাঙ্গনা মাকে অবমাননা করা। মনে রাখবেন , আপনি যদি "ম্যারি মি আফ্রিদি" লিখে ব্যানার নিয়ে স্টেডিয়ামে যান , তাহলে ঠিক আপনার বয়সী সেই মেয়েটির রক্তের উপর দিয়ে পা ফেলে গেলেন , যে মেয়েটিকে ছিঁড়ে -কুঁড়ে খেয়েছিল এই পাকিস্তানি হায়েনারাই...
জানি , খেলার মধ্যে রাজনীতি আনা ঠিক না - ইত্যাদি কথা এখানে আসবে। কিন্তু ঠাণ্ডা মাথায় একটিবার চিন্তা করে দেখুন ; আপনার বাবার খুনি , আপনার ভাইয়ের খুনি, আপনার বোনের ধর্ষক , মায়ের ধর্ষক এই পাকিস্তান। তাদেরকে শুধু ভাল খেলা , খারাপ খেলা এই যুক্তিতে আপনি সমর্থন করতে পারবেন ? আপনার বোনের ধর্ষক মস্তবড় হুজুর সেজে বসলে আপনি তাকে ধর্ষক বলবেন না হুজুর বলবেন ?
তাই , প্লিজ - অনলাইনের সবার প্রতি আমার অনুরধ থাকবে - নিজেরা সচেতন হন , পাকিস্তান ক্রিকেট টিম সমর্থন করা থেকে বিরত থাকুন , সচেতনতা গড়ে তুলুন নিজেদের চারপাশে। বাংলাদেশ ত্রিশ লাখ শহীদের রক্তের দামে পাওয়া , দুই লাখ বীরাঙ্গনা মায়ের অশ্রুর দামে , সম্ভ্রমের দামে পাওয়া। কারো দানে পাওয়া নয়। বাংলা মায়ের মর্যাদা রক্ষার জন্য , রক্তের দামে কেনা পতাকা , মানচিত্রের সম্মান রক্ষার জন্য বর্জন করুন পাকিস্তান এবং তার সবরকম পণ্য , ক্রিকেট টিম , সবকিছুকে...
অন্তত এই ইভেন্ট এর কারণে একজন মানুষও যদি ভাবেন , আর কখনও পাকিস্তান ক্রিকেট টীম সমর্থন করবেন না , ম্যারি মি আফ্রিদি লিখে স্টেডিয়ামে যাবেন না - তাহলেই আমাদের প্রচেষ্টা সফল হবে। জয় বাংলা...
https://www.facebook.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন