মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪

আবার আসিব ফিরে এই বাংলায়...

মিছিলটা এগিয়ে চলেছিল কাঁটা বিছানো পথ ধরে। দুর্গম কাঁটাভরা সে পথে প্রতি মুহূর্তে ছিল মৃত্যুর হাতছানি। এইতো, চোখের সামনেই তো জয় বাংলা স্লোগান দিতে দিতে মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন একের পর এক যোদ্ধারা। কিন্তু, এই যোদ্ধারা যে মৃত্যুঞ্জয়ী। দৈহিক মৃত্যুর পরও যে তারা অমর। আর তাই মিছিলটা এগিয়ে চলেছিল সেই রক্তেভেজা পথ ধরে। সাথীদের খুনে রাঙা পথ ধরে হায়েনার আনাগোনা আর সহ্য করা যাবে না। একটি নয়, হাজার হাজার- লক্ষ লক্ষ কণ্ঠে স্লোগান যেন সমুদ্রের গর্জনের মত সবকিছু ছাপিয়ে গর্জন করে উঠছে। উত্তাল সাগরের ঢেউএর মতই জনতার সমুদ্র এগিয়ে চলেছে সমুদ্রের চেয়েও গভীর, গতিময় হয়ে। ঢেউগুলো আছড়ে পরছে তীরে, একের পর এক উদ্যত বজ্রমুষ্টির স্লোগানগুলো  প্রতি মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে বাংলার আকাশ- বাতাস। বাঙালি বীরের জাতি, লড়াই করেই মরতে জানে তারা। পরাজয় না মানা এই তরুনেরা মিছিলটাকে এগিয়ে নিচ্ছে রক্তাক্ত সেই পথ ধরে। লাল -সবুজ পতাকার লাল বৃত্তটা যোদ্ধাদের রক্তে যেন আরও বেশি লাল হয়ে উঠছে ধীরে ধীরে। আর সবুজের মাঝে মিশে আছে চিরন্তন বাংলার প্রাণের স্পন্দন। সবুজের বুকে লাল, উড়বে চিরকাল। মিছিলটা এগিয়ে চলছে। চলছে স্লোগান, চলছে গণসংগীত। প্রতি ছত্রে ছত্রে, প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে এক একটি বিপ্লবের দিয়াশলাই। এক দিয়াশলাই থেকে আগুন ছড়িয়ে গেছে লক্ষ দিয়াশলাইয়ে। ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দাউ দাউ করে জ্বলছে বিপ্লবের সেই বহ্নিশিখা। স্বাধীনতাকামী বাঙ্গালির চিরকালের প্রাণের স্পন্দন যেন মূর্ত হয়ে উঠেছে আজ...